Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীমনির সঙ্গে নিজের মিল খুঁজে পাচ্ছেন তসলিমা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২১, ১২:১৬ পিএম

২৬দিন জেলে কাটানোর পর বুধবার জামিনে ছাড়া পেয়েছেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি। তবে জেল থেকে বের হয়েও রেহাই নেই। প্রতিবেশীদের অভিযোগে পরীমনিকে বাড়িটি ছাড়তে নোটিশ দেন তার বাড়িওয়ালা। অসহায় পরীমনির প্রশ্ন তোলেন 'এখন আমি কোথায় যাব?' এমন কঠিন পরিস্থিতিতে ফের একবার তার পাশে দাঁড়ালেন লেখিকা তসলিমা নাসরিন। গোটা ঘটনায় 'ষড়যন্ত্র'র ছায়া দেখছেন তসলিমা। পরীমনির প্রসঙ্গ ধরেই টেনে এনেছেন তার নিজের কথা।

উল্লেখ্য, পরীমনি কারামুক্তির পর বাড়ি ছাড়ার নোটিশ পেয়েছেন বলে খবর ছড়ানো হয়। যদিও পরে এ নায়িকা সংবাদমাধ্যমকে বলেছেন, এমন কোনো নোটিশ তিনি পাননি বা তাকে দেওয়া হয়নি।

পরীমনির বাসা ছাড়া নিয়ে তসলিমা তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমণি জেল থেকে বের হলো, বাড়িতে ঢুকল আর দেখল তাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে বাড়িওয়ালা। এই ভয়ংকর দুঃসময়কে আমি খুব ভালো জানি, যেহেতু নিজের জীবনেই ঘটেছে এমন ঘটনা। মনে পড়ছে কলকাতার সেই দিনগুলোর কথা। ৭ নম্বর রওডন স্ট্রিটে ডা. দেবল সেনের বাড়িতে আমি তখন ভাড়া থাকি। ২০০৭ সাল। পুলিশ কমিশনার এসে জানিয়ে যাচ্ছেন আমাকে দেশ ছাড়তে বলছেন মুখ্যমন্ত্রী, দেশ যদি আপাতত নাও ছাড়ি, রাজ্য আমাকে আজ বা কালের মধ্যেই ছাড়তে হবে। দেশের দরজা বহুকাল বন্ধ। ইউরোপ ছেড়ে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণের টানে আর ভাষার টানে আশ্রয় নিলাম, আর আমাকে কি না এই আশ্রয়টিও ছাড়তে হবে, কোথাও তো আর ঘর বাড়ি নেই আমার, যাব কোথায়!’

নির্বাসিত লেখিকা আরও লেখেন, ‘আমার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নিতে চাইছে কারা! আমি সম্ভবত যতো না রাজনীতিকদের ষড়যন্ত্রের শিকার, তার চেয়ে বেশি শিকার সাহিত্যের মাফিয়া ডনদের রাজনীতির। যখন আশপাশে কেউ নেই, বিপদ দেখে বন্ধুদের উপস্থিতি একশ থেকে প্রায় শূন্যে চলে এলো, একা একা আমি চিৎকার করছি, আমি রাজ্য ছাড়ব না, শহর ছাড়ব না, বাড়ি ছাড়ব না, কারণ আমি কোনো অন্যায় করিনি, আমি মানবতার কথা লিখি। মানবাধিকারের জন্য সংগ্রাম করা, মানবতার কথা লেখা অন্যায় তো নয়!’

তসলিমা তার লেখায় সুনীল গঙ্গোপাধ্যায়ের উপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘ভালোবেসে এক বাঙালি লেখক বাংলায় বাস করছে, তাকে বাংলা থেকে বের করে দেওয়া, তাকে নিষিদ্ধ করা মানে তার লেখক সত্তাকে ধ্বংস করে দেওয়া। তাই আমি অস্বীকার করেছিলাম রাজ্য ছাড়তে। সুনীল গঙ্গোপাধ্যায় যখন ফোন করে বললেন আমাকে রাজ্য ছাড়তেই হবে, বুঝলাম যাদের উচিত ছিল পাশে দাঁড়াবার, তারাই পাশে দাঁড়াচ্ছেন না। কলকাতা তো দেখিয়ে দিয়েছে লেখকেরা কী করে আরেক লেখকের বই নিষিদ্ধ করার দাবি জানায়, লেখকেরা কী করে আরেক লেখকের সর্বনাশ করতে ঝাঁপিয়ে পড়ে।’

‘চারদিক থেকে যখন অন্ধকার নেমে আসছে, তখন আমার বাড়িওয়ালা আমাকে বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছিলেন! সম্ভবত মুখ্যমন্ত্রীই বাড়িওয়ালাকে বলেছিলেন ওই নোটিশটি দিতে। ষড়যন্ত্র কতটা ভয়ংকর হতে পারে, তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম।’

নিজের ঘটনার সঙ্গে পরীমণির ঘটনার মিল খুঁজে পান এই লেখিকা। তিনি বলেন, ‘বাড়ি ছাড়ার নোটিশটি হাতে নিয়ে পরীমনি বলছে, আমি এখন কোথায় যাবো, কে আমাকে এই সময় বাড়ি ভাড়া দেবে, আমাকে কি তাহলে ঢাকা ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে! এরকম আমিও বলেছিলাম সেদিন! পরীমণির অসহায়তা আমি অন্তর দিয়ে অনুভব করছি।’



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ৩ সেপ্টেম্বর, ২০২১, ১:৩২ পিএম says : 0
    কোথায় কি বললেন,কোথায় পরিমনি আর কোথায় তাসলিমা নাসরিন,পরিমনি যদিও মদ্যপান করেছে এবং জড়িত হয়েছে হয় সে এই কাজ আর করবেনা ,কিন্তু তুমি তাসলিমা নাসরিন ইসলাম বিরোধী মহিলা তুমি কি করে পরিমনি সমতুল্য ,পরিমনির বংশের সব পরিবারের সবাই ধার্মিক লোক,আর তুমি তাসলিমা নাসরিন ইসলাম বিরোধী,এখনও ভুল স্বীকার কর নাই,এত এব তুমি পরিমনি সমতুল্য নয়,কি করে একজন ধর্ম বিরোধী মহিলার মিল থাকবে পরিমনির সাথে।
    Total Reply(0) Reply
  • Mahbub babu ৩ সেপ্টেম্বর, ২০২১, ২:১৮ পিএম says : 0
    Porimoni papi nastik noi.kal tawbakorar sombovona ase taslima tar nizer sristhi kortar os sikarkarini duzon ek noi
    Total Reply(0) Reply
  • মোঃ আকতার হোসেন মীর ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:০৪ পিএম says : 0
    কথা ঠিকই ।মিল খুঁজে পাওয়ারই কথা ।কারণ দুইজন একই ঘাটের রুপালি রানী ।তবে আপনি বড় লেখিকা আবার বয়স ও বেশি তাই তো খালি নাই আপনার পাপের ঝুড়ি ।এখন ও সময় আছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন ।
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ৩ সেপ্টেম্বর, ২০২১, ৩:২৩ পিএম says : 0
    আমরা পরিমনিকে বলতেছি তুমি এই খারাপ ধর্ম বিরোধী মহিলার সাথে সম্পর্ক করিও না,পরবতীর্তে তোমার উপরে ও হয় শয়তান এসে যাবে,সাবধান নষ্টা ও কাচরা মেয়ের সাথে মিশিও না।
    Total Reply(0) Reply
  • গাজি মুহাম্মদ সফিক ৪ সেপ্টেম্বর, ২০২১, ১০:২২ এএম says : 0
    যারা আল্লাহর সাথে সজ্ঞানে শিরিক করে, তাদের গুনাহ কোনদিন ক্ষমা করা হবে না। তুই তাসলিমা ত সেই রকম খারাফ মহিলা, যে কিনা ইসলাম ধর্মই মানেনা, তার সাথে অন্যের তুলনা হয় কি করে?
    Total Reply(0) Reply
  • Maruf Billah ৪ সেপ্টেম্বর, ২০২১, ১১:৫৪ এএম says : 0
    তাসলিমা নাসরিন পরিমনির সমবেদনা জানাতে গিয়ে পরির উলট ক্ষতি করতেছে
    Total Reply(0) Reply
  • Dewan Shohayel Hossain ৬ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫০ পিএম says : 0
    আমরা তো অনেক আগেই পরীমনির সাথে তসলিমার মিল খুজে পেয়েছি!তসলিমাও আগেই পেয়েছে বলেছে দেরিতে! আসল মিলটা কি? দুইজিনই ..................
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ