বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম বন্দরের সচিব পরিচয়ে চাকরি প্রার্থীদের ভুয়া নিয়োগপত্র দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের হোতা সেকান্দর আলীকে (৫৫) গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। বুধবার রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সেকান্দর ওই থানার মধ্যম মোহরা সদর আলী মুন্সির বাড়ীর বাসিন্দা।
পুলিশ জানায়, সেকান্দর একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের হোতা। তার দলে আরও দুই সদস্য রয়েছেন। মূলত বাকি দুই সদস্য সেকান্দরকে বন্দর সচিব হিসেবে লোকজনের কাছে পরিচয় করিয়ে দেন। এ পরিচয়ে সেকান্দর মো. আবুল কাশেম নামে কোতোয়ালি থানার রিয়াজউদ্দিন বাজারের এক ব্যবসায়ীর ছেলেকে চাকরি দেয়ার কথা বলে ১৫ লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু দীর্ঘদিনও চাকরি না পাওয়ায় ভুক্তভোগী আবুল কাশেম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।