Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সীতাকুন্ডে অবৈধ তিনটি করাত কলকে জরিমানা

সীতাকুন্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৭:৩৫ পিএম

সীতাকুন্ডে অবৈধভাবে স্থাপন করা তিনটি করাতকলকে জরিমানা করা হয়েছে। (২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার উপজেলার তিনটি ইউনিয়নে স্থাপিত এসব করাত কলের বিরুদ্ধে করাতকল লাইসেন্স বিধিমালা, ২০১২ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন।

তিনি দৈনিক ইনকিলাবকে বলেন, করাত কলের লাইসেন্স না থাকায় কুমিরা ঘোড়ামারা স' মিলকে ১০ হাজার, ভাটিয়ারী দি ইউনিক স' মিলকে ৫ হাজার ও সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় অবস্থিত বাগদাদ স' মিলকে ১০ হাজার টাকাসহ মোট তিনটি করাত কলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স প্রাপ্তির আগ পর্যন্ত করাতকলের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। তাই জনস্বার্থে এই ধরণের অভিযান সীতাকুন্ড উপজেলায় অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ