Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় মৃত্যু ৫, শনাক্তের হার কমে ৯ শতাংশ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৯ পিএম

খুলনা বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ কমেছে। গেল ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৯৩ জনের। এদিন বিভাগজুড়ে শনাক্তের হার ৯ দশমিক ১১ শতাংশ। একই সময়ে বিভাগে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা শনাক্ত হয়েছিল ২২৪ জনের।

আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২জনের মৃত্যু হয়েছে খুলনায়। এছাড়া নড়াইল, ঝিনাইদহ ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৯ হাজার ৩১৬ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ হাজার ১৭ জন। সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৬৯৭ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র জানায়, ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া খুলনায় ২৮ জন, বাগেরহাটে ৮, সাতক্ষীরায় ২৭, নড়াইলে ৭, মাগুরায় ৭, ঝিনাইদহে ১০, কুষ্টিয়ায় ৩৭, চুয়াডাঙ্গায় ১৯ ও মেহেরপুরে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার জানান, বিভাগে ২ হাজার ১১৯টি নমুনা পরীক্ষায় ১৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। যা নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তে হার ৯ দশমিক ১১ শতাংশ। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার বলেন, খুলনা বিভাগে করোনা সংক্রমণ কমতে শুরু করেছে। তবে এখনও সন্তোষজনক নয়। ৫ শতাংশের নিচে সংক্রমণের হার না আসলে সন্তোষজনক বলা যাবে না। এ জন্য সকলকে সচেতন থাকতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ