বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পিরোজপুরের মঠবাড়িয়ার ভাইজোড়া গ্রামে প্রতিপক্ষের ঘর থেকে (৬০) নামে কৃষকের লাশ উদ্ধারের ৩ দিন পর হত্যার অভিযোগে থানায় অভিযোগ করা হয়েছে। বুধবার রাতে ওই কৃষকের ভাই উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত. শের আলী গাজীর ছেলে আব্দুল হালিম গাজী বাদী হয়ে ইউনুস হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেন। রোববার রাতে বারেক গাজীর লাশ প্রতিপক্ষ ইউনুস হাওলাদারের ঘর তেকে স্বজনরা উদ্ধার করে। অভিযুক্ত ইউনুস হাওলাদার একই গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাযায়, গত রোববার বারেক গাজী তার জমিতে ধানের বীজ (চারা) রোপণ করে। ওইদিন বিকেলে স্থানীয় প্রভাবশালী ইউনুস হাওলাদারের বীজতলা থেকে বীজ চুরি হয়। এঘটনায় তারা বারেক গাজীকে সন্দেহ করে তার বাড়িতে গিয়ে গালাগালি ও হুমকি দেয়। বারেক গাজী সন্ধ্যার পর বাড়িতে এসে গালাগালি ও হুমকির কথা জানতে পেরে বিষয়টি ভালোভাবে জানার জন্য রাতে ইউনুস হাওলাদারের বাড়িতে যান। এসময় তাকে মারধার করা হলে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ওসি নূরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।