Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

দক্ষিণাঞ্চলে মৃত্যুর মিছিলে আরো দু জন নতুন শনাক্ত ৮৮

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১:৩৩ পিএম

দক্ষিণাঞ্চলে করোনার মৃত্যুর মিছিলে আরো দু জনের নাম যুক্ত হবার মধ্যে দিয়ে মোট সংখ্যাটা ৬৫৮ জনে উন্নীত হল। বৃহস্পতিবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন আরো ৮৮ জন। ফলে এ অঞ্চলে মোট করোনা শনাক্তের সংখ্যাটা ৪৪ হাজার ছুতে চলেছে। স্বাস্থ্য বিভাগের মতে, দক্ষিণাঞ্চলের ৬ জেলায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ৪৩ হাজার ৯৮৯ করোনা সংক্রমনের মধ্যে মৃত্যু হয়েছে ৬৫৮ জনের। ফলে এ অঞ্চলে গড় শনাক্তের হার এখন ২২.১৫%। যা আগের দিনের চেয়ে দশমিক ৪ ভাগ কম হলেও মৃত্যুহার পুনরায় দশমিক ১ ভাগ বেড়ে এখন ১.৫০%।

গত ২৪ ঘন্টায় বরিশালের বাকেরগঞ্জ ও বরগুনার পাথরঘাটায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাথরঘাটায় মৃত ব্যক্তির বয়স ৯০ বছর। এসময়ে নতুন আক্রান্ত ৮৮ জনের মধ্যে বরিশালেই সর্বোচ্চ সংক্রমনের শিকার, ২৮ জন। যারমধ্যে মহানগরীতেই ১২ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন। ফলে জেলাটিতে এপর্যন্ত ১৭ হাজার ৯১০ জন আক্রান্তের মধ্যে ২২১ জনের মৃত্যু হল জেলাটিতে। যার মধ্যে মহানগরীতেই ১০ হাজার ২৪৭ জন করোনা সংক্রমনের শিকার হয়েছেন , নগরীতে মৃত্যু হয়েছে ১০১ জনের।
ভোলাতেও গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ২২। জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ৫৩৩ জন আক্রান্তের মধ্যে ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় নতুনকরে ১৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৬ হাজার ৮৫ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হবার পাশাপাাশি ১০৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘন্টায় বরগুনা ও ঝালকাঠীতে ১১ জন করে করোনা সংক্রমনের শিকার হয়েছে। তবে এদুটি জেলায়ই গত ২৪ ঘন্টায় কোন মৃত্যু ছিলনা। দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ মৃত্যুহারের বরগুনাতে ইতোমধ্যে ৩ হাজার ৭৩৯ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৯৩ জন। গড় মৃত্যুহার দশমিক ১% বেড়ে এখন ২.৪৯%।
দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ সংক্রমনের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় ১১ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৪৭ জনে উন্নীত হয়েছে। মৃত্যু হয়েছে ৬৯ জনের। গড় সংক্রমন হার ২৬.৩৯%।

দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্র্বোচ্চ সংক্রমিত পিরোজপুরে এসময়ে নতুন শনাক্তের সংখ্যা ছিল সাম্প্রতিককালের সর্বনি¤œ, ১ জন। জেলাটিতে এপর্যন্ত ৫ হাজার ১৬৫ জন আক্রান্তের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়েছে। পিরোজপুরে এখনো গড় শনাক্তের হার ২৫.৩১%।
অপরদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে ৩৪৫ জন সহ সর্বমোট ৩৯ হাজার ৪৪০ জন সুস্থ হয়ে উঠেছেন। গড় সুস্থতার হার এখন ৮৯.৬৮%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ