Inqilab Logo

বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলিংয়ে ঝুলছে মাথা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

সব বিষয়ে নাক গলানো যেমন ঠিক নয়, তেমনি মাথা গলানোও ঠিক নয়। মাথা গলানো যে বিপজ্জনক হয় সেটি হাড়ে হাড়ে টের পেয়েছে চীনের এক কিশোরী! মাথা গলিয়ে কিশোরীটি যে ‘অপরাধ’ করে অভিজ্ঞতা হয়েছে তা সে তো জীবনে ভুলবেই না। তার পরিবার ও পাড়া-প্রতিবেশীদেরও মনে থাকবে।
বাসার ভেতরে ছাদের গর্তে মাথা গলিয়ে মহা বিড়ম্বনার শিকার হয়েছে ওই কিশোরী। হঠাৎ সেই দৃশ্যটি দেখলে পিলে চমকে ওঠার কথা। দক্ষিণ-পশ্চিম চীনের গুইঝাউ প্রদেশের বাসিন্দা ওই কিশোরীর বাবা-মায়ের অবস্থাও তেমনই হয়েছিল।

হঠাৎই তাদের নজরে পড়েছিল ছাদ থেকে ঝুলছে এক রহস্যময় উল্টানো মাথা! যেন কোনও হরর ছবির দৃশ্য। কিন্তু পরে তাদের কাছে পরিষ্কার হয়ে যায় বিষয়টি। আসলে এগজস্ট পাখা লাগানোর জন্য ছাদে গর্ত করা হয়েছিল। নিছক কৌত‚হলেই সেখানে মাথা ঢুকিয়ে ফেলেছে তাদের কিশোরী কন্যা। আর সেই মাথা ওখানেই আটকে গেলে আর বের করতে পারেনি!

বিপদ বুঝে অভিভাবকরা দ্রুত খবর দেন দমকল বিভাগে। দমকলকর্মীরাও ঘরে ঢুকে দৃশ্য দেখে চমকে যান। পুরো বিষয়টি বুঝতে পেরে তারা তাড়াতাড়ি কিশোরীকে উদ্ধারে হাত লাগান। কিন্তু কাজটা মোটেই সহজ ছিল না। ছাদের গোলাকার গর্ত থেকে কিশোরীর মাথা বের করা যাচ্ছিল না। শেষে মাথায় তেল মাখিয়েই তাকে বিপদ থেকে উদ্ধার করা হয়।

কিশোরীর উদ্ধার পাওয়ার ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে। নেটিজেনরা আঁতকে উঠেছেন মেয়েটির ভোগান্তির কথা ভেবে। দমকলে খবর দেওয়ার আগে প্রায় এক ঘণ্টা সে আটকে ছিল ওভাবেই। পরে দমকল কর্মীরাও প্রায় ৪০ মিনিট সময় ব্যয় করেন তার মাথা গর্ত থেকে বের করে আনতে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় দেড় ঘণ্টারও বেশি সময় ওই ভাবেই থাকতে হয়েছিল মেয়েটিকে। সূত্র : ডেইলি স্টার ইউকে, টাইমস নাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ