Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিৎজার শূন্যে ভাসা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০০ এএম

মহাকাশে উড়ন্ত পিৎজা! সত্যিই এমন আশ্চর্য দৃশ্যের সাক্ষী হচ্ছেন নেটিজেনরা। সৌজন্যে এক ভাইরাল ভিডিও। তবে দৃশ্যটি মহাকাশের হলেও মহাশূন্যের নয়। আন্তর্জাতিক স্পেস স্টেশনের ভেতরে এমনই অভিজ্ঞতার শরিক মহাকাশচারীরা। তাদেরই একজন শেয়ার করেছেন ভিডিওটি।

থমাস পেসকোয়েট নামের সেই নভোচর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ভিডিওটি। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘বন্ধুদের সঙ্গে ভাসমান পিৎজা নাইট। ওরা বলে একজন ভাল রাঁধুনি কখনও নিজের সিক্রেট কাউকে বলেন না। কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি, যাতে আপনারা বিচার করতে পারেন।’
ভিডিওতে দেখা গেছে পিৎজাগুলোকে অ্যালুমিনিয়ামের ফয়েলের আড়াল থেকে মুক্ত করতেই তা শূন্যে ভেসে উঠছে। চোখের সামনেই শূন্য আঁকড়ে দিচ্ছে আজব সাঁতার। পৃথিবীতে এমন দৃশ্য একেবারেই অলীক। তাই পৃথিবীবাসীর কাছে তা যেন কোনও ফ্যান্টাসি কিংবা কল্পবিজ্ঞান ছবির দৃশ্য বলে মনে হয়। কিন্তু মহাকাশে মধ্যাকর্ষণের কারণে এমনটা ঘটা খুবই স্বাভাবিক ব্যাপার।

ভিডিওতে দেখা গেছে, খোবার টেবিলে বসা মহাকাশচারীদের চোখের সামনেই পিৎজাগুলোকে ভেসে বেড়াতে। ভাসমান পিৎজা দেখে মহাকাশচারীদের শিশুর মতো উৎফুল্ল হতে দেখা যায়। প্রসঙ্গত, মহাকাশে গেলে মধ্যাকর্ষণের কারণে ভারহীনতার মোকাবিলায় কী করতে হবে তা শেখানো হয় মহাকাশচারীদের।
স্বাভাবিক ভাবেই এমন ভিডিও দেখে মজা পেয়েছেন নেটিজেনরাও। প্রথম ২৪ ঘণ্টাতেই প্রায় সাড়ে সাত লাখ পেরিয়ে যায়। তারপরও ভাইরাল হয়ে চলেছে ভিডিওটি। শেয়ার করার পাশাপাশি অনেকেই নানা মজার মন্তব্য করেছেন ভিডিওটি দেখে। তবে সেরা মন্তব্যটি সম্ভবত করেছেন এক নেটিজেন। তিনি জানতে চেয়েছেন, ‘পিৎজা শূন্যে ভেসে উঠলেও টপিংগুলো কেন ভাসল না?’ সূত্র : এনডিটিভি, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ