রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বাসাইল (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের বাসাইল-কাউলজানী সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হওয়ায় কালিহাতী ও সখীপুর উপজেলাসহ প্রায় লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগে যাতায়াত করছেন। সড়কটির কোথাও কোথাও বড় বড় গর্ত হয়ে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। প্রতিদিন সড়কটি দিয়ে যানবাহনগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। ফলে যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, বাসাইল-কাউলজানী সড়কের বাসাইল উত্তরপাড়া থেকে কাউলজানী বোর্ড বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য এই সড়কটি উত্তরাঞ্চলের তিনটি ইউনিয়নের সাথে সংযুক্ত এবং উপজেলার উত্তরাঞ্চলের খাদ্যগুদামের সাথে সংযুক্ত থাকায় সড়কটি উত্তরাঞ্চলের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একমাত্র সড়ক। উপজেলার উত্তরাঞ্চলে অবস্থিত কালিহাতী ও সখীপুর উপজেলার উত্তর-পশ্চিমাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম এ সড়কটি। উপজেলা সদর, কাউলজানী ও ফুলকী ইউনিয়ন ছাড়াও বাসাইল উত্তরপাড়া, কলিয়া, কাউলজানী, সুন্যা, গিলাবাড়ী, ডুমলীবাড়ী, বার্থা, কল্যাণপুর, মলিয়ানপুর, বাদিয়াজানসহ প্রায় ২৫/৩০টি গ্রামের মানুষ এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করছেন। এছাড়াও এ সড়কে প্রতিদিন প্রায় ১ হাজার ছোট বড় যানবাহন যাতায়াত করছে বলে এলাকাবাসী জানান। সিএনজি চালক জাবেদ মিয়া বলেন, সড়কটির বেহাল দশার কারণে মাঝে মধ্যেই যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। তাছাড়াও যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। ভ্যানচালক চাঁন মিয়া বলেন, বাসাইল উত্তরপাড়া থেকে কাউলজানী বোর্ড বাজার পর্যন্ত সড়কটিতে ছোট বড় প্রায় ৩০টি গর্ত রয়েছে, এখানে সামান্য বৃষ্টি হলেই পানি জমে যাতায়াতে খুবই সমস্যা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাসাইল উত্তরপাড়ায় বিভিন্ন স্থানে প্রায় ১০টি, কলিয়া এলাকায় প্রায় ৫টিসহ এ সড়কটিতে ছোট বড় প্রায় ২৫/৩০টি গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে অল্প বৃষ্টিতেই পানি জমে ছোট ছোট পুকুরে পরিণত হয়েছে। ফলে জনসাধারণের যাতায়াতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার বা মেরামত করার ব্যাপারে পদক্ষেপ নেয়া প্রয়োজন বলে ভুক্তভোগীরা জানান। এব্যাপারে উপজেলা প্রকৌশলী আব্দুছ ছাত্তার বলেন, সড়কটি আমি পরিদর্শন করেছি, অতিদ্রুতই অস্থায়ীভাবে সড়কটি মেরামত করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।