প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা পরীমনি মুক্তি পেয়েছেন। তার এই মুক্তির পর তিনি নিজেকে শুধরে নেবেন বলে আশা করছেন, বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াত ও মালেক আফসারী। কাজী হায়াত মনে করেন, স¤প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো থেকে পরীর শিক্ষা নেওয়া উচিৎ। পরীর সঙ্গে আমার কোনো কাজ হয়নি। তার সঙ্গে আমার ওভাবে পরিচয়ও নেই। তবে তার সম্পর্কে যতটুকু জেনেছি, ওর লাইফস্টাইল ভিন্ন। এটা ঠিক না। আমাদের দেশের বেশির ভাগ মানুষই মুসলিম। আর এটা পুরুষতান্ত্রিক সমাজ। এখানে মেয়েদের নিয়ে অনেক সমালোচনা হয়। পরীর বিষয়েও তাই হয়েছে। এই কদিনে ওর চলাফেরা, কথাবার্তা সব কিছু নিয়ে দেশের মানুষের মধ্যে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। আমি মনে করি, স¤প্রতি ঘটে যাওয়া ঘটনা থেকে পরী অনেক কিছুই শিখেছে, কারাগারেও থাকতে হয়েছে। হয়তো পরী এবার নিজেকে শুধরে নেবে। সুন্দরভাবে জীবন পরিচালনা করবে। মালেক আফসারী বলেন, পরীর এখন চিকিৎসা দরকার। তার শারীরিক ও মানসিক চিকিৎসা করা উচিৎ। নিজেকে শোধরে নিয়ে আবার কাজে ফেরার পরামর্শ দেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।