রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা
দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন ও পৌর শহরে ৬নং ওয়ার্ডের উন্মুক্ত জলাশয় নুনিয়াদহ লিজ বাতিলের দাবিতে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকার গরীব জেলে ও সাধারণ মৎস্যজীবীরা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা মোতাবেক নুনিয়াদহ উন্মুক্ত জলাশয়ে প্রতি বছর সরকারের পক্ষ থেকে সরকারিভাবে মাছের পোনা ছাড়া হয়। এ বছরও ৮ মণ পোনা মাছ ছাড়া হয়। এই মাছ বড় হলে জেলেরা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ওই জলাশয়টি লিজ দেয়ায় পেশাজীবী জেলে ও সাধারণ গরীব ও মৎস্যচাষীরা বেকার হয়ে পড়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন জানান, জেলেদের একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান আল মাসউদ বলেন, সাধারণ জেলে ও মৎস্যজীবীরা এই উন্মুক্ত জলাশয় নুনিয়াদহ থেকে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। উন্মুক্ত জলাশয় কাউকে লিজ প্রদান করা হয় না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।