Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরামপুরে উন্মুক্ত জলাশয়ের লিজ বাতিলের দাবি

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

দিনাজপুর অফিস ও হিলি সংবাদদাতা

দিনাজপুরের বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন ও পৌর শহরে ৬নং ওয়ার্ডের উন্মুক্ত জলাশয় নুনিয়াদহ লিজ বাতিলের দাবিতে স্থানীয় সংসদ সদস্যসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকার গরীব জেলে ও সাধারণ মৎস্যজীবীরা। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা মোতাবেক নুনিয়াদহ উন্মুক্ত জলাশয়ে প্রতি বছর সরকারের পক্ষ থেকে সরকারিভাবে মাছের পোনা ছাড়া হয়। এ বছরও ৮ মণ পোনা মাছ ছাড়া হয়। এই মাছ বড় হলে জেলেরা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু ওই জলাশয়টি লিজ দেয়ায় পেশাজীবী জেলে ও সাধারণ গরীব ও মৎস্যচাষীরা বেকার হয়ে পড়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন জানান, জেলেদের একটি অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মনিরুজ্জামান আল মাসউদ বলেন, সাধারণ জেলে ও মৎস্যজীবীরা এই উন্মুক্ত জলাশয় নুনিয়াদহ থেকে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করবে। উন্মুক্ত জলাশয় কাউকে লিজ প্রদান করা হয় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিরামপুরে উন্মুক্ত জলাশয়ের লিজ বাতিলের দাবি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ