রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বানারীপাড়া (বরিশাল) উপজেলা সংবাদদাতা
বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মু. মুস্তাকিম লস্কর কায়েসকে হত্যার ষড়যন্ত্রের লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগটি চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ক্ষমতাসীন দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকুর বিরুদ্ধে। মুস্তাকিম লস্কর কায়েস গত বৃহস্পতিবার থানায় অভিযোগে উল্লেখ করেন, চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু তার চাচাতো ভাইয়ের ছেলে সৈয়দ আতিকুর রহমান বাপ্পীর মুঠোফোনে কায়েসকে যে কোনভাবে খেয়ে ফেলা অথবা ইয়াবা দিয়ে ফাঁসানোর নির্দেশ দেন। বাপ্পী কায়েসের বাল্য বন্ধু হওয়ায় মুঠোফোনে রেকর্ড হওয়া টুকুর ওই কথপোকথন ফাঁস করে। পরে তা কায়েসের কাছে দিয়ে দেয়। সে অভিযোগে আরো উল্লেখ করে উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির ও চাখার সরকারী ফজলুল হক কলেজের সাবেক ছাত্রদল সভাপতি হুমায়ুন কবির সিকদার হত্যা মামলার আসামি ওই সৈয়দ মজিবুল ইসলাম টুকু। সে কোন সময় কায়েসকেও একইভাবে হত্যা করতে পারে। এ আশঙ্কায় কায়েস জীবনের নিরাপত্তা চেয়ে টুকুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করে আইনী সহায়তা চেয়েছেন। ওসি বিষয়টি তদন্তের জন্য উপ-পরিদর্শক রুহুল আমিনকে দায়িত্ব দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক রুহুল আমিন জানান, মুঠোফোনের কথপোকথনের রেকর্ড শুনেছেন এবং অভিযোগের সত্যতা পেয়েছেন। এ বিষয়ে চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু বিষয়টি অস্বাকীর করে জানান, ভাতিজা ও ভাগ্নে বাপ্পীদের সঙ্গে তার পারিবারিক বিরোধ থাকায় তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।