Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেতাগীতে গণচুরির ঘটনায় আতঙ্কে বিনিদ্র রাত যাপন

প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বেতাগী (বরগুনা) উপজেলা সংবাদদাতা

বেতাগী পৌরসভার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গণচুরি বৃদ্ধি পেয়েছে। এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। পুলিশ অবশ্য তৎপরতা জোরদার করা হয়েছে বলে দাবি করেছে। তবুও আতঙ্কে বিনিদ্র রাত কাটাচ্ছে বাসিন্দারা। কাউন্সিলর নবীন খান তার বাসায় চুরির ঘটনায় গতকাল বুধবার দুপুরে থানায় একটি অভিযোগ দায়ের করেন। চুরির ঘটনাগুলো টাউন পুলিশ ফাঁড়ি ও থানার সন্নিকটে, কোনোটি একটু দূরে এবং অধিকাংশই একই রাতে ও একই পন্থায় সিরিজ আকারে বাড়িতে ও বিভিন্ন দোকানে একই রকম চুরি সংঘটিত হওয়ায় এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে পরিবার ও দোকানিদের খোয়া গেছে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নবীন খানের বাড়িতে চুরি সংঘটিত হয়। গভীর রাতে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে আলমিরা ও অন্যান্য স্থানের তালা ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২ ভরি স্বর্ণালঙ্কার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। এর আগে গত শনিবার গভীর রাতে একই পন্থায় সিরিজ আকারে পৌরশহরের লক্ষ্মণ দাস, সোহরাব মল্লিক, রাম দাস, নকুল দেবনাথ, শুখরজ্ঞন দাস, আব্দুল জব্বার ও শঙ্কর দেবনাথের মুদি মনোহারী দোকানঘরের পেছনের বেড়ার টিন কেটে চোর ঢুকে নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায়। দোকানিরা জানান, দোকানের ভেতরে বেশি টাকা না রাখায় তারা কম ক্ষতির সম্মুখীন হন। এ ব্যাপারে ভুক্তভোগীরা অভিযোগ করেন, আমরা জানমাল নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি ও রাত জেগে কাটাচ্ছি। এখনই যদি প্রতিকারে দ্রুত ব্যবস্থা না নেয়া হয় তাহলে আগামীতে আরো বড় ধররেন দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেন তারা। বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সার্বক্ষণিক তৎপর, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাহারা জোরদার করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতাগীতে গণচুরির ঘটনায় আতঙ্কে বিনিদ্র রাত যাপন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ