Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা সংক্রমণে নতুন রেকর্ড

ফিলিস্তিনকে দেড়শ’ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে ইসরাইল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০১ এএম

ফিলিস্তিন কর্তৃপক্ষকে ৫০ কোটি শেকেল (ইসরাইল মুদ্রা) বা দেড়শ মিলিয়ন ডলার ফিলিস্তিনকে ঋণ দিচ্ছে ইসরাইল! ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রীর সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বৈঠকের পর এ তথ্য জানানো হয়। খবর মিডলইস্ট আইয়ের। তবে ইসরাইলের এ ঋণ ২০২২ সালের মধ্যে পরিশোধ করতে হবে। পশ্চিমতীরে গত রোববার রাতে দুই নেতার মধ্যে বৈঠকের পর এ ঋণের বিষয়ে চুক্তি হয়েছে। ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী বেনেটের সাথে মার্কিন প্রেসিডেন্টের দুদিন পর রামাল্লায় আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে- ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া তারা নিরাপত্তা ইস্যু নিয়েও আলোচনা করেছেন। ২০১৪ সালের পর এটি কোনো উচ্চপর্যায়ের বৈঠক। এক ফিলিস্তিনি কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি উন্নয়নে গান্টজ ও আব্বাস সম্ভাব্য পদক্ষেপ নিয়েও আলোচনা করেছেন। ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ফিলিস্তিনের স্বাধীনতার কট্টরবিরোধী। তবে তিনি ফিলিস্তিনের অর্থনৈতিক উন্নয়ন সমর্থন করেন। তিনি গাজার শাসক হামাস গোষ্ঠীর বিরুদ্ধে তাদের প্রতিদ্ব›দ্বী মাহমুদ আব্বাসকে শক্তিশালী হিসেবে দেখতে চান। করোনার দুই ডোজের পরও অতিরিক্ত আরেক ডোজ অর্থাৎ বুস্টার ডোজ নেওয়ার পরও ইসরাইলে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী এ ভাইরাসের রেকর্ডসংখ্যক সংক্রমণ হয়েছে। ইহুদিবাদী এ দেশটিতে একদিনে সর্বোচ্চ প্রায় ১১ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে। মিডল ইস্ট আই, আনাদোলু।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ