Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন দফা দাবীতে গোপালগঞ্জে বশেমুরপ্রবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মকর্তাদের কর্মবিরতি

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৪:২৯ পিএম

তিন দফা দাবীতে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি পালন করছে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ। দাবী গুলির মধ্যে রয়েছে, বিশ^ বিদ্যালয়ের বিধি বহির্ভূত নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন। পদোন্নতি প্রক্রিয়ার জটিলতা নিরসন এবং ডিউ ডেট বাস্তবায়ন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিধি মোতাবেক এসকল কার্যক্রম না করায় বুধবার দুপুর থেকে কর্মকর্তারা তাদের কর্ম বিরতি করেন। তাদের যৌক্তিক দাবী মেনে না নেওয়া পর্যন্ত কর্মকর্তারা এ কর্ম বিরতি পালণ করে যাবেন বলে সাংবাদিকদের জানান।

আজ বুধবার দুপুরে প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় কর্মকর্তারা এ সিদ্ধান্ত নেন। এসময় বিশ^ বিদ্যালয় কর্মকর্তা এ্যাসোসিয়েশনের সভাপতি তুহিন মাহমুদ বলেন, কর্মকর্তাদের পদোন্নতির নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও উপাচার্য বিভিন্ন অজুহাতে বোর্ডে ফাইল তুলছেননা। এছাড়া বিশ^ বিদ্যালয়ের নির্দিষ্ট বিধি ব্যতিরেকে তিনি ইচ্ছামত বিধি আরোপ করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। এতে বিভাগীয় প্রার্থীরা আবেদন করতে ব্যর্থ হন। এসময় অন্যান্যের মধ্যে নজরুল ইসলাম হিরা, ফারজানা ইসলাম ও তরিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবাদ সভা শেষে কর্মকর্তারা বিশ^ বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় বসে কর্মবিরতি পালণ করেন। এবিষয়ে বিশ^ বিদ্যালয়ের উপাচার্য ড. এ কিউ এম মাহবুব এর সাথে কথা বলতে চাইলে তিনি সাংবাদিকদের সাথে পরে সাক্ষাৎ দিবেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ