Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তামিমের সিদ্ধান্তে হতবাক নির্বাচকরা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৭ পিএম

বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে আজ (বুধবার) বেশ ব্যস্ত দিন। বিকাল ৪টায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ দল। তার আগে আজই আসন্ন নির্বাচন ইস্যুতে বৈঠকে বসেছেন বোর্ড পরিচালকগণ। যেখানে নির্বাচন ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। এর মধ্যেই হঠাত করে তামিম ইকবাল জানিয়ে দিলেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তিনি। এতে অবাক হয়েছেন নির্বাচকরা।

বিসিবির নির্বাচক প্যানেলের এক সদস্য বলেন, ‘তামিম এমন সিদ্ধান্ত অবাক করার মতোই। তার সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। সে তার জায়গায় দাঁড়িয়ে যেটি সঠিক মনে করেছে সেটিই করেছে।’

তিন সংস্করণেই বাংলাদেশ দলের ওপেনিং জুটি আতস কাঁচের নিচে। তামিম ইকবাল টেস্ট আর ওয়ানডেতে নিজেকে মিলে ধরলেও টি-টোয়েন্টি পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন না। প্রশ্নবিদ্ধ পারফরম্যান্সের মাঝে লম্বা সময় ধরে এই সংস্করণে খেলাতেও নেই তামিম।

গত ৩২ মাসে বাংলাদেশ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ২২টি, জিতেছে ১২টিতে। এই ২২ ম্যাচের মাত্র তিন ম্যাচে মাঠে ছিলেন তিনি। বিশ্বকাপের আগে টানা চার সিরিজে ব্যক্তিগত ছুটি আর চোট মিলিয়ে তামিম অনুপস্থিত। অনেকেই ধারণা করছিলেন বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাবে তাকে। অভিজ্ঞতার বিচারে টিকে যাবেন তিনি। বিশ্বকাপের জন্য তামিমকে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দলও তৈরি করেছেন নির্বাচকরা। তবে তামিম আজ হঠাত করেই জানিয়ে দেন তার সিদ্ধান্ত।

তামিমকে ছাড়া বিশ্বকাপ স্কোয়াড, বিশেষ করে ওপেনিং জুটি বেছে নিতে কতটা বেশ পেতে হবে নির্বাচকদের? সেই নির্বাচক জানালেন, ‘আমরা যে কাজ করি সেটি সবসময়ই কঠিন। খুব সহজ না। সবকিছু মিলিয়েই কাজ করতে হয়। তবে সে না থাকলেও তো আমাদের প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। সেভাবেই চলবে।’



 

Show all comments
  • Jahes Hasan ১ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৬ পিএম says : 0
    আমাদের লড সৌম্যদা অাছে তো!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ