Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আবার মৃত্যুর মিছিলে ফিরল দক্ষিণাঞ্চল দুজনের মৃত্যুর সাথে আক্রান্ত ১৩৬

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২১, ৩:১৪ পিএম

৪৮ ঘন্টা পরে পুনরায় করোনার মৃত্যুর মিছিলে ফিরল দক্ষিণাঞ্চল। বুধবার দুপুরের পূর্ববর্তী ২৪ ঘন্টায় ভোলা ও পিরোজপুরে দুজনের মৃত্যু ছাড়াও ৭৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এসময়ে নমুনা পরীক্ষা আগের দিনের চেয়ে ৫৩ জন কমলেও শনাক্ত বেড়েছে ৭৯ জন। এনিয়ে দক্ষিণাঞ্চলে ২ লাখ ৬৯১ জনের নমুনা পরীক্ষায় সর্বমোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৩ হাজার ৮৯১ জনে। যারমধ্যে সদ্য সমাপ্ত আগষ্টেই ৯ হাজার ৪৪৬ জন আক্রান্তের মধ্যে ১৬৭ জনের মৃত্যু হয়েছে। এসময় বরিশাল মহানগরীতেই আক্রান্ত ১ হাজার ২৪৮। মারা গেছেন ১৮ জন। দক্ষিণাঞ্চলে এখন গড় শনাক্তের হার ২২.১৯%। যা আগের দিনের চেয়ে দশমিক ৩% কম হলেও এখনো গড় মৃত্যুহার ১.৪৯%। আর গত ২৪ ঘন্টায় দুজন সহ দক্ষিনাঞ্চলে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৬৫৬ জনে। যারমধ্যে বরিশাল মহানগরীতেই মারা গেছেন ১০১ জন।

গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় আক্রান্তের ৪০ জনের মধ্যে মহানগরীতে ১১ জনের দেহ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আগেরদিন নগরীতে শনাক্তের সংখ্যা ছিল ৪। এনিয়ে মহানগরীতে ১০ হাজার ২৩৫ জন সহ বরিশালে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ১৭ হাজার ৮৮২ জনে। মৃৃত্যু হয়েছে ২২০ জনের। এসময়ে দ্বীপজেলা ভোলাতে আরো ৩৭ জনের দেহে করোনা পজিটিভ শনাক্তের পাশাপাশি সদর উপজেলায় ৭৩ বছর বয়সি একজনের মৃত্যু হয়েছে। ফলে জেলাটিতে মোট মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৮৭ জনে। আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫১১।

পটুয়াখালীতেও নতুন করে ২৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে মোট শনাক্ত ৬ হাজার ৭০ জনের মধ্যে ইতোমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুহার ১.৭৩%। যা দক্ষিণাঞ্চলের দ্বিতীয় সর্বোচ্চ।

এদিকে আগেরদিন বরগুনাতে শনাক্ত ও মৃত্যু শূণ্যের কোঠায় নেমে আসেলও ২৪ ঘন্টার ব্যবধানে ১৩ জনে দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলাটিতে মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৭২৮ জনে উন্নীত হল। জেলাটিতে ইতোমধ্যে মৃত্যু হয়েছে ৯২ জনের। গড় মৃত্যুহার এখনো ২.৪৭%। যা দক্ষিণাঞ্চলের সর্র্বোচ্চ।
পিরোজপুরে নতুন করে ১০ জন আক্রান্ত হবার সাথে জেলাটির ভান্ডারিয়াতে আরো ১জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দক্ষিণাঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমনের এ জেলাটিতে ৫ হাজার ১৬৪ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হল ৮৩ জনের। জেলাটিতে এখনো গড় সংক্রমন হার ২৫.৩৫%।
দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ সংক্রমন হারের ঝালকাঠীতেও গত ২৪ ঘন্টায় ৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে মারা গেছেন ৬৯ জন। ঝালকাঠীতে এখনো গড় সংক্রমন হার ২৬.৪০%।
এদিকে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবে গত ২৪ ঘন্টায় দক্ষিণাঞ্চলে আরো ৪৬৮ জন সহ সর্বমোট ৩৯ হাজার ৯৫জন সুস্থ হয়ে উঠেছেন । সুস্থতর গড় হার এখন ৮৯.০৭%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ