Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পরীমনিকে এক পলক দেখার জন্য কাশিমপুর কারাফটকে মানুষের ভিড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৮:২৭ পিএম | আপডেট : ৯:১৬ পিএম, ৩১ আগস্ট, ২০২১

চিত্রনায়িকা পরীমনির আদালত থেকে জামিনের খবরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে তাকে এক পলক দেখার জন্য ভিড় করেছে উৎসুক জনতা। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল থেকেই তারা পরীমনিকে দেখতে কারাফটকে অপেক্ষা করতে থাকেন। তবে আজ পরীমনির মুক্তির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন এক কারা কর্মকর্তা।

স্থানীয় সূত্র জানান, মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনির আদালত থেকে জামিন পাওয়ার খবর পেয়ে মঙ্গলবার দুপুরের পর থেকেই স্থানীয় উৎসুক জনতা ও সাংবাদিকরা কাশিমপুর কারাগারের ফটকে জড়ো হতে থাকেন। কিন্তু সন্ধ্যা ৭টা পর্যন্ত তার জামিনের কোনো কাগজ কারাগারে আসেনি। স্থানীয় এক বাসিন্দা জানান, পরীমনির বিভিন্ন চলচ্চিত্র দেখেছি। বাস্তবে তাকে কখনো দেখা হয়নি। তাই কারাগারে এসেছি তাকে একনজর দেখার জন্য।

পরীমনিকে দেখতে কারা ফটকে বড় বোনকে সঙ্গে নিয়ে এসেছেন ছোট্ট আলভীর। সে জানায়, পরীমনি কারাগারে আসার খবরে কয়েকদিন আগেও সে এসেছিল। কিন্তু তাকে দেখতে পায়নি। তাই আজ আবার এসেছে। কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা আক্তার জানান, বিভিন্ন মিডিয়ার লোকজনের কাছ থেকে পরীমণির জামিনের খবর শুনলেও মঙ্গলবার বিকেল ৬টা পর্যন্ত জামিনের কোনো কাগজপত্র কারাগারে পৌঁছেনি। যেহেতু জামিনের কোনো কাগজ হাতে পাইনি তাই অফিসিয়ালি পরীমনিকেও তার জামিনের খবর জানানো হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা জানান, পরীমনির এক আইনজীবী মুক্তির আশা ব্যক্ত করলেও সন্ধ্যা ৬টা পর্যন্ত তার জামিনের কোনো কাগজ কারাগারে পৌঁছেনি। ফলে আজ তার মুক্তির সম্ভাবনা নেই।

এর আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন ধরনের মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর ৩ দফায় মোট ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় পরীমনিকে। প্রথম দফায় ৫ আগস্ট ৪ দিন, দ্বিতীয় দফায় ১০ আগস্ট ২ দিন এবং ৩য় দফায় ১৯ আগস্ট ১ দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট এবং ২১ আগস্ট থেকে আজ ৩১ আগস্ট পর্যন্ত পরীমনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছেন।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ১ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩২ এএম says : 0
    এই লোক গুলি পরিমনি কে দেখতে লাইন ধরে দাঁড়িয়ে আছে ,অথচ নিজেদের ছেলে মেয়েরা স্কুলে যাওয়ার জন্য ঘরে দাড়িয়ে আছে সেই বেপারে না দাড়িয়ে পরিমনির অপেক্ষায়,যতসব অপদার্থ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তারকা কেলেঙ্কারি

১ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ