Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে ৪৮ ঘন্টায় করোনায় প্রাণ গেল ৯ জনের

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ৮:০৮ পিএম

ফরিদপুরে গত ৪৮ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় ৯ জনের মৃত্যুর খবর জানাগেছে। নতুন করে ২৪ ঘন্টায় ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে।

গত সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের।

শনাক্তের হার ১৯ দশমিক ৪৫। করোনা শনাক্ত হয়ে মারা গেছেন রুপবান বেগম (৮০)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বিবাগদী গ্রামের আবদুর রশিদের স্ত্রী।

এছাড়াও করোনার উপসর্গ নিয়ে গোপালগঞ্জের একজন মারা গেছে। হাসপাতালে করোনা শনাক্ত হয়ে মারা গেছে ৫০ জন। এবং জেলায় মারা গেছে প্রায় ৫০০জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান বলেন, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে ভাঙ্গা উপজেলার ১০ জন, বোয়ালমারীর ২, মধুখালীর ২, সদরপুরের ২, চরভদ্রাসনের ২, সালথার ৩ ও ফরিদপুর সদরের ২৯ জন আছেন।

এ নিয়ে ফরিদপুরে পিসিআর ল্যাবের মাধ্যমে মোট ২০ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রোগী রয়েছেন ১১২ জন।

এর মধ্যে করোনায়, শনাক্ত রোগী ৭৯ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ