বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোর্ট রিপোর্টার : রাজধানীর শাহজাহানপুরের রেলওয়ে কলোনিতে পাইপের মধ্যে পড়ে চার বছরের শিশু জিহাদের মৃতু্যুর ঘটনায় দায়ের করা মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একই সঙ্গে ১৮ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান এ আদেশ দেন। আসামিরা হলেনÑ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এসআর হাউজের মালিক মো. শফিকুল ইসলাম ওরফে আব্দুস সালাম, বাংলাদেশ রেলওয়ের সিনিয়র সাব অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার (নলকূপ পরিদর্শন) মো. জাহাঙ্গীর আলম, কমলাপুর রেলওয়ের সহকারী প্রকৌশলী মো. নাসির উদ্দিন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আবু আহমেদ শাকি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) দীপক কুমার ভৌমিক এবং সহকারী প্রকৌশলী-২ মো. সাইফুল ইসলাম। এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী জসিম উদ্দিন খান সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের আগে জামিনে থাকা আসামিরা সবাই মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক সে আবেদন নাকচ করে দেয়। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এরপরে বিচারক আসামিদের বিরুদ্ধে দন্ডবিধির ৩০৪ (ক) ধারায় অভিযোগ গঠন করে। ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এর আগে গত ৩১ মার্চ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।মামলার নথি সূত্রে জানাগেছে, ২০১৪ সালের ২৬ ডিসেম্বর খেলার সময় রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পানির পাম্পের পাইপের ভেতর পড়ে যায় শিশু জিহাদ। ২৩ ঘণ্টা পর মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জিহাদের বাবা মো. নাসির ফকির বাদী হয়ে শাহজাহানপুর থানায় একটি মামলা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।