Inqilab Logo

বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সরকার আবারো নতজানু নির্বাচন কমিশন নিয়োগ করতে চাচ্ছে -মেজর হাফিজউদ্দিন বীরবিক্রম

জেনারেল ইবরাহিমের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বিএনপি‘র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপিসহ ২০ দলীয় জোট নির্বাচন চায়। আর এর জন্য প্রথমেই প্রয়োজন নিরপেক্ষ-শক্তিশালী নির্বাচন কমিশন। আর সরকার জনতার এই দাবিকে উপেক্ষা করে আবারো নতজানু, আজ্ঞাবহ, মেরুদ-হীন নির্বাচন কমিশন নিয়োগের ষড়যন্ত্র করছে। গতকাল ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের ৬৮তম জন্মদিন উপলক্ষে দলটির মহাখালিস্থ প্রধান কার্যালয়ে এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা আমানউলাহ আমান, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টি মহাসচিব এম.এম.আমিনুর রহমান, স্থায়ী কমিটির সদস্য মিসেস ফিরকান ইবরাহিম, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, যুগ্ম মহাসচিব নুরুল কবির ভুইয়া পিন্টু, সাংগঠনিক সম্পাদক সোহেল মোল্লা, দপ্তর সম্পাদক মোঃ আল আমিন ভুইয়া, নগর সভাপতি আলী হোসেন ফরায়েজী, ন্যাপ নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু প্রমুখ। দোয়া অনুষ্ঠান শেষে মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক তাঁর জন্ম দিনের কেক কাটেন। এসময় বিএনপি, কল্যাণ পার্টি, জাগপা, বাংলাদেশ ন্যাপ, এনডিপি, যুব কল্যাণ পার্টি, ছাত্র কল্যাণ পার্টি-সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সরকার আবারো নতজানু নির্বাচন কমিশন নিয়োগ করতে চাচ্ছে -মেজর হাফিজউদ্দিন বীরবিক্রম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ