Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুই ধারাবাহিকে প্রধান পুরুষ চরিত্রে নীল ভট্টাচার্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

‘উমা’ এক তরুণীর গল্প যে ক্রিকেটে প্রতিষ্ঠা পেতে চায়। অচিরেই জি বাংলাতে ধারাবাহিকটি যাত্রা শুরু করতে যাচ্ছে। কেন্দ্রীয় নারী চরিত্রের শিল্পীর নাম এরই মধ্যে সবাই জেনেছে। এখন ধারাবাহিকটির বিষদ প্রোমো দেখান হচ্ছে। আর তাতেই নতুন এই চমক জেনেছে দর্শকরা। আর এই চমক আর কেউ নন ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নিখিল নীল ভট্টাচার্য। উমা চরিত্র করছেন শিঞ্জিনী চক্রবর্তী। গুঞ্জন চলছে নীলের বর্তমান ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ অচিরেই শেষ হচ্ছে। তাপরই তিনি ব্যস্ত হবেন নতুন ধারাবাহিক নিয়ে, তবে দুটি সিরিয়ালই চালিয়ে যেতে পারেন। দুটি ধারাবাহিকে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন বলে রোমাঞ্চিত নীল। ‘কৃষ্ণকলি’তে তিনি তরুণ বয়সী যমজ সন্তানের বাবা এখন। ‘উমা’তে তিনি প্রযুক্তিমনস্ক আধুনিক মানুষের ভূমিকায় অভিনয় করবেন। প্রোমোর পর তিনি নতুন সিরিয়ালে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছেন। ২০১৮তে শুরু হবার পর থেকেই তিনি ‘কৃষ্ণকলি’তে অভিনয় করছে। বরাবর সিরিয়ালটি টিআরপি তালিকার প্রথম দিকে আছে। ‘উমা’ ও ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দুটির প্রযোজক সুশান্ত দাশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নীল ভট্টাচার্য
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ