Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় বন্যায় ২২৮ হেক্টর জমির ফসল ডুবে গেছে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ৩:৫৮ পিএম

বগুড়ায় যমুনা, বাঙালি ও করতোয়া নদীর পানি বৃদ্ধির কারনে ৫ উপজেলার ২২৮ হেক্টর জমির ফসল ডুবে গেছে।

যমুনার চর ও কিছু নিচু এলাকায় বসবাসরত ৪০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
এমুহূর্তে যমুনার পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে
জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী
জানিয়েছেন, আগামী ২/১ দিন পানি বৃদ্ধির ট্রেন্ড অব্যাহত থাকলেও তারপর দ্রুত পানি কমতে থাকবে।
জেলা প্রশাসন সুত্রে জানাগেছে, নদীবেষ্টিত সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, শেরপুর ও শাজাহানপুর উপজেলায় ২২৮ হেক্টর জমির, আউশ,আমন,আমনের বীজতলা, মাসকলাই এবং সবজির জমি পানিতে তলিয়ে গেছে।
সারিয়াকান্দি, সোনাতলা এবং ধুনট উপজেলার চর নদীর তীরে বসবাসকারি ৪০ হাজার মানুষ এখন পানিবন্দী।
১৫/২০টি স্কুল ক্যাম্পাসেও প্রবেশ করেছে পানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ