Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন নুসরাত, সঙ্গে ছিলেন যশ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২১, ৩:৩৮ পিএম

সদ্যোজাত পুত্র সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। সোমবার (৩০ আগস্ট) সকালেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় মা এবং সন্তানকে। দুজনেই সুস্থ রয়েছেন। প্রথমে জানা গিয়েছিল, প্রাথমিক কিছু পরীক্ষার পর মঙ্গলবার (৩১ আগস্ট) বাড়ি যাবেন নুসরাত। কিন্তু সব কিছু ঠিক থাকায় আজই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আজও নুসরাতের পাশে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরাত সন্তানকে নিয়ে গাড়িতে ওঠার পর সেই গাড়ি নিজে চালিয়ে বাড়ি নিয়ে যান যশ। এখন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে সন্তানকে নিয়ে নুসরাত থাকবেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, সদ্যোজাত ও মা সুস্থ রয়েছেন। নবজাতকের ওজন ২.৯ কেজি। শোনা যায়, নুসরাতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সময় পাশে ছিলেন যশ। হাসপাতালে নাকি নিয়মিত যাতায়াত করেছেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, নুসরাত ও তার সন্তানের কোনও শারীরিক সমস্যা নেই। রবিবারই (২৯ আগস্ট) অভিনেত্রী-সাংসদের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল। কিন্তু সেই দিনটি তাকে পর্যবেক্ষণে রাখতে চেয়েছিলেন চিকিৎসকরা। সদ্য মা হওয়া নুসরাতও নাকি আরও কিছুটা সময় হাসপাতালে থাকতে চেয়েছিলেন। কারণ সন্তানকে সামলানোর জন্য আরও কিছুটা সময় প্রয়োজন ছিল তার।

এরআগে বুধবার (২৫ আগস্ট) রাতে বালিগঞ্জের বাড়ি থেকে বান্ধবীকে নিজে ড্রাইভ করে পার্ক স্ট্রিটের হাসপাতালে নিয়ে গিয়েছিলেন যশ। তারপর থেকে টানা আড়াই দিন নুসরাতের পাশেই ছিলেন যশ।

যশ ও নিজের নামের সঙ্গে মিলিয়ে, নুসরাত ছেলের নাম রেখেছেন ঈশান। যদিও হাসপাতালের কাগজে ছেলের পরিচয় হিসেবে নিজের নামই উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ। সূত্রের খবর, ঈশানকে নিজের কাছেই রাখছেন নুসরাত। নিজের কাছ ছাড়া করতে চাইছেন না।

এই কদিনে আমূল বদলে গিয়েছে নুসরাতের জীবন। একা অভিনেত্রী থেকে, এখন সে এক সন্তানের জননী। সৃষ্টি করেছে এক নতুন মানুষ। এই নতুন জীবনের জার্নিটা বেশ ভালো ভাবেই উপভোগ করছেন অভিনেত্রী সাংসদ। নিজের পরিচয়েই তিনি ছেলেকে বড় করবেন, না পরবর্তীতে আবারও কারও সঙ্গে ঘর বাঁধবেন তা সময় বলবে।



 

Show all comments
  • Mohammad Mosharaf Mojumder ৩০ আগস্ট, ২০২১, ৪:৫৮ পিএম says : 0
    ভালে খবর।কিন্তু প্রশ্ন হলো এই অভিনেত্রীর সন্তানের পিতা কে?সেটা তো বললেন না...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যশ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ