মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিনি দেড় যুগ ধরে সযত্মে চুল লালন করেছিলেন। একবারের জন্যও কাঁচি চালাননি। বড় চুল নিয়েই খেলাধূলাও করেছেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চুল কেটে ফেললেন।
ছোট শিশুদের সাহায্যের জন্য ৬১ ইঞ্চি লম্বা চুল দান করলেন পাকিস্তান বংশোদ্ভ‚ত মার্কিন যুক্তরাষ্ট্রের এক স্কোয়াশ খেলোয়াড়। আর একারণেই খবরের শিরোনামেও উঠে এলেন তিনি। তবে শুধু খবরের শিরোনামে নয়, গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডে নামও তুলে ফেললেন।
পৃথিবীতে সবচেয়ে লম্বা চুলের অধিকারী কে? গিনিজ ওয়ার্ল্ড রেকর্ড বইয়ে নাম রয়েছে চীনের এক মহিলার। কিন্তু জানেন কি, সবচেয়ে একবারে বেশি পরিমাণ চুল দান করার রেকর্ড গড়েছেন জাহাব কামাল খান নামে পাকিস্তান বংশোদ্ভ‚ত মার্কিন ওই স্কোয়াশ খেলোয়াড়।
দীর্ঘ ১৮ বছর ধরে তিনি সযতেœই চুল বড় করেছিলেন। আর সম্প্রতি সেই চুল কেটেই দান করলেন একটি ফাউন্ডেশনে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জাহাব ১৩ বছর বয়স থেকে চুল রাখা শুরু করেছিলেন। তারপর থেকে একবারের জন্যও নিজের চুল কাটেনি।
এই ১৮ বছরে মার্কিন স্কোয়াশ খেলোয়াড়ের চুল ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা হয়েছিল। আর এবার সেই চুলেরই অনেকটা কেটে ফেললেন জাহাব। তা দান করলেন ‘চিলড্রেন উইথ হেয়ার লস’ নামে একটি সংস্থায়। এই সংস্থাটি ছোট ছোট শিশু যাদের কিনা নকল চুলের প্রয়োজন, তাদের সেটা দান করে থাকে। প্রায় ৬১ ইঞ্চি চুল কেটে দান করেছেন জাহাব।
ইতোমধ্যে নিজের ফেসবুকে চুল দান করার ছবিটি শেয়ার করেছেন জাহাব। পাশাপাশি জানিয়েছেন নিজের মনের কথাও। তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা।
জাহাব শুধু অন্য স্বেচ্ছাসেবী সংস্থাকে সাহায্য নয়, করাচিতে নিজের নামে একটি ফাউন্ডেশনও তৈরি করেছেন। এর নাম ‘জাহাব নেহা ফাউন্ডেশন’। সেই সংস্থার মাধ্যমেই সমাজসেবামূলক কাজে ব্রতী হবেন তিনি। সূত্র : ডন ডটকম, রিপাবলিক ওয়ার্ল্ড।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।