Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

স্থিতিশীল হচ্ছে না করোনা পরিস্থিতি সিলেটে, আরোও ৯ জনের মৃত্যু

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৬:০৫ পিএম

বাড়ছে, কমছে করোনা মৃত্যু ও সংক্রমণ সিলেটে। স্থিতিশীল হচ্ছে না করোনা পরিস্থিতি। মরণঘাতি করোনাভাইরাসে আরোও ৯ জনের মৃত্যু হয়েছে সিলেটে। এছাড়া শনাক্তের হারও বেড়েছে। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টার মধ্যে করোনাক্রান্ত ৯ ব্যক্তি মারা গেছেন সিলেট বিভাগে। এর মধ্যে ওসমানী হাসপাতালে ১ জন সহ ৮ জনই মারা গেছেন সিলেটে। অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যু হলো ১০৫২ জনের। এর ওসমানী হাসপাতালে ৯৬ জন সহ সিলেটে মৃতের সংখ্যা ৮৬৩ জন, সুনামগঞ্জের ৭২ জন, মৌলভীবাজারের ৭১ জন ও ৪৬ জন রয়েছেন হবিগঞ্জের। গত ২৪ ঘন্টায় বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৭৩ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪০ জন সহ ১৫৪ জন শনাক্ত হয়েছেন সিলেটের, সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন ও ৩ জন রয়েছেন হবিগঞ্জের। ৯৭৭ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয় তাদেরকে। শনাক্তের হার ১৭ দশমিক ৭১ ভাগ। গত কয়েকদিনের তুলনায় শনাক্তের হার বেড়েছে কিছুটা। সবমিলিয়ে সিলেটে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫২ হাজার ৫২৪ জন। এরমধ্যে ওসমানী হাসপাতালে ৪৫১৮ জন সহ সিলেটে শনাক্তকৃত রোগী ৩২ হাজার ৪৮৩ জন, সুনামগঞ্জের ৬০৬৯ জন, মৌলভীবাজারের ৭৬৮৮ জন ও ৬২৮৪ জন রয়েছেন হবিগঞ্জের। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, করোনাক্রান্ত এসব রোগীদের মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৪৩ হাজার ৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৭ জন। বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭০ জন করোনা রোগী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ