বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে বেড়েছে শনাক্তের হার।
জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়ে এবং অন্য ৩ জন করোনা উপসর্গ নিয়ে মারা যান।
এছাড়া একই সময়ে জেলায় নতুন করে আরও ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ১০ দশমিক ৪ শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ২ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ২২জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক রোববার নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।
ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৩জনের মধ্যে বগুড়ার একজন। তিনি হলেন- দুপচাঁচিয়ার পপি বেগম (৫০)।
এছাড়া বাকি ২জন অন্য জেলার।
নতুন একজন মারা যাওয়ায় জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৫৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।