Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিএসএফ’র গুলিতে লালমনিরহাট সীমান্তে ২ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১:২১ পিএম

আবারও রক্ত ঝরলো সীমান্তে। এবার লালমনিরহাট বুড়িমারী মাইয়ামরাঘাট সীমান্তে ভারতীয় চেংরাবান্ধা বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশিরা হলেন- বুড়িমারী কলাবাগানের বুলবুলের পুত্র ইউনুস আলী ও নীলফামারীর সাগর চন্দ্র।


বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর রাতে বুড়িমারী সীমান্তের ৮৪৩ মেইন পিলার দিয়ে ভারতের চেংরাবান্ধায় চোরাইভাবে গরু আনতে যান ইউনুস ও সাগর চন্দ্র। এ সময় ভারতীয় চেংরাবান্ধা বিএসএফ সদস্যরা তাদের লক্ষ করে গুলি করে। বিএসএফ-এর গুলিতে নিহত দুজনের লাশ ভারতের অংশে পড়ে থাকে।

খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা ওই সীমান্তে গেলে বিএসএফ লাশ রেখে চলে যায়। পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, ভারতের অংশে দুজনের লাশ রয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তাদের প্রাথমিক ভাবে নাম সংগ্রহ করা হয়েছে। তবে ভারতীয় বিএসএফ লাশ দিলে গ্রহণ করা হবে।



 

Show all comments
  • Md Monir Bhuiyan ২৯ আগস্ট, ২০২১, ২:৪৭ পিএম says : 0
    বাংলাদেশ সরকারের এই সমস্যা সমাধানে কোন হস্তক্ষেপ দেখিনি। আফসোস !
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফের গুলিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ