Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ট্রেন-ট্রাক সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ৯:২৬ এএম

কুমিল্লার পদুয়ার বাজারে ট্রেন-ট্রাকের সংঘর্ষে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার দিবাগত (২৮ আগস্ট) রাত দুইটার দিকে জেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে সংর্ঘষের ঘটনা ঘটে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, পদুয়ার বাজার এলাকায় ট্রাক ও ট্রেনের সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সংঘর্ষে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
সংঘর্ষের পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কেউ আহত হয়েছেন কি না, তা রাত সাড়ে তিনটা পর্যন্ত জানা যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর ট্রাকটি রেললাইনের ওপর উল্টে পড়ে আছে। দু-একজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রেন-ট্রাক সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ