Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আসল-নকলে সত্যিই আহত!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

‘অ্যাভেঞ্জার্স : এন্ড গেম’-এর পরিচালক অ্যান্টনি এবং জো রুসোর ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেই সিরিজের শ্যুটিংয়ের একাধিক ছবি ইতোমধ্যে নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার দুপুরে প্রিয়াঙ্কা নিজে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। সেখানে দেখা যাচ্ছে, সেটে আহত হয়েছেন তিনি।

দু’টি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন গায়ক নিক জোনাসের স্ত্রী। একটিতে তার চোখের উপরে ক্ষতচিহ্ন। অন্যটিতে আঘাত তার গালে। এক অনুরাগী তাকে জিজ্ঞাসা করেছেন, ‘আপনি কি সত্যিই আহত হয়েছেন, না কি মেকআপ?’ প্রিয়াঙ্কার উত্তরে জানা গেল, গালের ক্ষতচিহ্ন নকল হলেও তিনি ডান চোখের উপরে বাস্তবে আঘাত পেয়েছেন।

প্রিয়াঙ্কা ছাড়াও তার অনুরাগীদের বদৌলতে একাধিক ছবি ঘুরছে নেটমাধ্যমে। কোথাও তার দিকে বন্দুক তাক করা, কোথাও বা তিনি বন্দুক হাতে দাঁড়িয়ে। কিছু দিন আগে ‘দেশি গার্ল’ কাদামাখা আরও একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। নিচের ক্যাপশন থেকে জানা গিয়েছিল, সেটি ওয়েব সিরিজের শ্যুটিংয়েরই ছবি। বোঝাই যাচ্ছে, জোরকদমে চলছে আন্তর্জাতিক এই সিরিজের শ্যুটিং। বহু দিন পর তার অনুরাগীরা তাকে ফের পর্দায় দেখতে পাবেন।

‘সিটাডেল’ ওয়েব সিরিজে প্রিয়াঙ্কা এক গুপ্তচরের ভ‚মিকায় অভিনয় করছেন। এই ওয়েব সিরিজই তাকে ওটিটির সঙ্গে পরিচয় করাচ্ছে প্রথম বার। ওয়েব সিরিজটি দেখানো হবে অ্যামাজন প্রাইমে। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ