মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শুটিং থেকে চুরি হলো হলিউডের বিখ্যাত অভিনেতা টম ক্রুজের কোটি টাকার গাড়ি! প্রায় এক মাস ধরে লন্ডন ও এর আশপাশের এলাকায় ‘মিশন ইম্পসিবল-৭’ এর শুটিং করছেন টম। আর সেখান থেকে চুরি হয়ে গেলো অভিনেতার বিএমডাবিøউ এক্সসেভেন মডেলের গাড়িটি। এর মূল্য প্রায় ১ লাখ ডলার।
শহরের একটি রাস্তা থেকে ইতোমধ্যে গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। তবে পাওয়া যায়নি গাড়িতে থাকা ‘ইথান হান্ট’ তারকার ব্যক্তিগত কিছু জিনিসপত্র ও কয়েক হাজার পাউন্ড। পুলিশের ধারণা চোরের কাছেই জিনিসগুলো রয়েছে। চোরকে খুঁজছে পুলিশ। পেলেই শাস্তির আওতায় নিয়ে আসা হবে।
জানা গেছে, ঘটনার দিন সহ-অভিনেত্রী হ্যালি অ্যাটওয়েল-এর সঙ্গে বার্মিংহ্যামের শপিং সেন্টারের সামনের চত্বরে শুটিংয়ে ব্যস্ত ছিলেন টম। বার্মিংহ্যাম-এর বিখ্যাত গ্র্যান্ড হোটেলের বাইরে দাঁড় করানো ছিল গাড়িটি। সেখানেই স্ক্যানার ব্যবহার করে গাড়ির চাবি থেকে সিগন্যাল দিয়ে গাড়িটি খুলে হাওয়া হয়ে যায় চোর।
এ ঘটনায় রেগে গেছেন ৫৯ বছর বয়সী এই হলিউড তারকা। পর্দার বাইরে ঠান্ডা মাথার মানুষ বলে খ্যাতি রয়েছে টম ক্রজের। কিন্তু এত কড়া পাহারা সত্তে¡ও তার গাড়িতে থাকা ব্যক্তিগত মূল্যবান জিনিস কী করে চুরি হতে পারে তা ভেবেই রেগে অগ্নিশর্মা হয়ে উঠেছেন ‘মিশন ইম্পসিবল’ অভিনেতা। সূত্র : বিবিসি নিউজ, দ্য সান ইউকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।