মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিনি জ্যাক মা’র নারী ভার্সন। শুরুতে জ্যাক মা’র মতো শিক্ষক ছিলেন। কিন্তু শিক্ষকতা ছেড়ে তিনি অনলাইন ব্যবসায় নেমে রাশিয়ার সবচেয়ে ধনী নারী হয়ে গেছেন। তার নাম তাতিয়ানা বাকালচুক।
তাতিয়ানা অ্যামাজনের রাশিয়ান ভার্সন চালিয়ে এখন এক হাজার ৩০০ কোটি ডলারের মালিক। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে ধনীদের যে তালিকা তৈরি করেছে সেখানেই এমন তথ্য উঠে এসেছে।
চার সন্তানের মা তাতানিয়াও ইংরেজি ভাষার সাবেক একজন শিক্ষক ছিলেন। কিন্তু শিক্ষকতা ছেড়ে দিতে অ্যামাজনের মতো অনলাইনে একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান।
রাশিয়ার ওয়েবসাইটগুলো বলছে, ওয়াইল্ডবেরিস নামের ওই প্রতিষ্ঠানটি একেবারে শূন্য থেকে দাঁড় করিয়েছেন তাতিয়ানা। আর এভাবেই তিনি নিজে নিজে রাশিয়ার প্রথম নারী হিসেবে শত কোটি টাকার মালিক হয়ে যান।
ফোর্বস বলছে, চালু করার কয়েক মাসের মধ্যেই দ্রæত সাফল্যের মুখে দেখেন তাতিয়ানা। মাত্র এক বছরেই তার সম্পদের পরিমাণ এক হাজার ২০০ শতাংশ বৃদ্ধি পায়। এভাবেই তিনি এক হাজার ৩০০ কোটি ডলারের মালিক হন। গত বছর পর্যন্ত ওয়াইল্ডবেরিস আয় ছিল ৪৩৭ বিলিয়ন রুবলস (৫৯০ বিলিয়ন ডলার)। মে মাস পর্যন্ত স্থায়ী বা অস্থায়ী ভিত্তিতে ৫৩ হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি করেছে ওয়াইল্ডবেরিস।
এদিকে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ওয়াইল্ডবেরিসের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা ৬০ লাখ বেড়েছে। সব মিলিয়ে এই ই-কমার্স প্রতিষ্ঠানের নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৬০ লাখ। আসলে করোনার মধ্যে অনলাইন ব্যবসা বৃদ্ধি পাওয়ার সুফল পাচ্ছেন তাতিয়ানাও। ৪৫ বছর বয়সী রুশ-কোরিয়ান বংশোদ্ভূত তাতিয়ানা ২০০৪ সালে মাতৃত্বকালীন ছুটি পেয়ে জমানো ৭০০ ডলার দিয়ে নিজের ফ্ল্যাটেই ওয়াইল্ডবেরিসের ব্যবসা শুরু করেন তিনি। সূত্র : ফোর্বস, সউদী গেজেট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।