প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
অভিনেত্রী শশী অভিনয়ে ফিরেছেন। ইতোমধ্যে জামালের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছেন। এছাড়া গোলাম সোহরাব দোদুলের নির্দেশনায় একটি নাটকের কাজ করবেন। এছাড়া আরও কয়েকটি নাটকে অভিনয় করার কথা রয়েছে। শশী বলেন, লকডাউনের কারণে এতোদিন ঘরে বসেই নানানভাবে সময় কেটেছে। করোনায় সংক্রমন হার ও মৃত্যু হার বেড়ে যাওয়ায় ভয় পেয়েছিলাম। পরিবার থেকেও বেশ বিধি নিষেধ ছিলো। এখন যেহেতু লকডাউন শেষ এবং করোনা কিছুটা নিয়ন্ত্রণে, তাই আবারো কাজে ফিরেছি। অনেকদিন পর কাজে ফিরে বেশ ভালো লাগছে। আশা করছি, এখন থেকে নিয়মিত কাজ করবো। শশী জানান লকডাউনের আগে তিনি জুয়েল শরীফের পরিচালনায় বিটিভির আট পর্বের ধারাবাহিক ‘চৈতন্য’র কাজ শেষ করেছেন। উল্লেখ্য, শশী তার ক্যারিয়ারে দুটি সিনেমায় অভিনয় করেছেন। কোহিনূর আক্তার সূচন্দার পরিচালনায় ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে তিনি অনবদ্য অভিনয় করেন। খিজির হায়াত খানের পরিচালনায় ‘অস্তিত্বে আমার দেশ’ সিনেমায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী বীরজায়া মিলি রহমানের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।