বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে শ্রমিকদের বিশেষ ব্যবস্থায় করোনা টিকাদান শুরু হয়েছে। শনিবার প্রথম দিনে দুটি ইপিজেডের তিন হাজারেরও বেশি শ্রমিক ভ্যাকসিন নিয়েছেন। এই প্রক্রিয়ায় চট্টগ্রাম ও কর্ণফুলী ইপিজেডে কর্মরত দুই লাখেরও বেশি শ্রমিককে পর্যায়ক্রমে ভ্যাকসিনের আওতায় আনা হবে। স্বাস্থ্য বিভাগ ও জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে এই ভ্যাকসিন কার্যক্রম চলছে।
সিইপিজেডের ১৫১ চালু কারখানায় এক লাখ ৬০ হাজারের মতো শ্রমিক আছেন। এর মধ্যে দুই হাজার শ্রমিককে প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। অন্যদিকে কর্ণফুলী ইপিজেডে ৫০টি কারখানায় কাজ করেন প্রায় ৭৫ হাজার শ্রমিক। এর মধ্যে এক হাজার ২৯৮ জন প্রথম ডোজ পেয়েছেন।।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।