Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেয়ারনেস প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নেবেন না সোনালি বেন্দ্রে

প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

একসময় অভিনেত্রী সোনালি বেন্দ্রে একটি গায়ের রঙ ফর্সা করার ক্রিমের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। গাত্রবর্ণ নিয়ে পক্ষপাত করে এমন কোনও পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবার আর ইচ্ছা নেই তার।
একটি কমেডি শোতে ‘পার্চড’ অভিনেত্রী তনিস্থ চ্যাটার্জির গায়ের রঙ নিয়ে রসিকতা (রোস্ট) করা নিয়ে মন্তব্য করতে বললে সোনালি বলেন : “আমি মনে করি কারও ত্বকের বর্ণ নিয়ে রসিকতা করা একেবারে ভুল। সবাই বিষয়টি নিয়ে সচেতন হয়ে উঠেছে বলে আমি খুশি। আমার ক্যারিয়ারের শুরুতে আমি কয়েকটি ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নিয়েছি। তবে এখন যদি আমাকে কোনও ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনে অংশ নিতে বলা হয় আমি তা ফিরিয়ে দেব।”
অভিনেত্রীটি ইমামি ন্যাচরালি ফেয়ার প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। তিনি বলেন, “আমার তখন বয়স কম, অর্থেরও প্রয়োজন, তাই সেভাবে ভাবিনি। তবে এখন নারীদের প্রতি পক্ষপাত সৃষ্টি করে এমন পণ্যের প্রতিনিধিত্ব করা নিয়ে ভাবতে হবে।”
বলিউডে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা প্রসঙ্গে ৪১ বছর বয়সী অভিনেত্রীটি বলেন, “চলচ্চিত্র শিল্প সবসময়ই লাগসই টার্গেট।”



 

Show all comments
  • Mahadi Hasan ৫ অক্টোবর, ২০১৬, ১২:৪২ পিএম says : 0
    very nice
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেয়ারনেস প্রসাধনীর বিজ্ঞাপনে অংশ নেবেন না সোনালি বেন্দ্রে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ