Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আফগানিস্তান ছেড়ে পালালেন পরিচালক রোয়া হায়দারি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ২:৩১ পিএম

রাতারাতি আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। এরপর থেকেই দেশটিতে নানা পরিবর্তন দেখা যাচ্ছে। দেশ ছেড়ে যেতে কাবুল বিমানবন্দরে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। তালেবানের পক্ষ থেকে বিদেশি সেনাদের ইতিমধ্যেই ৩১ আগস্টের মধ্যে দেশ ছেড়ে দেওয়ার জন্য হুশিয়ারি দেওয়া হয়েছে। প্রাণে বাঁচতে অনেকেই চাইছেন দেশ ছেড়ে পালাতে। আর এই তালিকায় সবার ওপরে রয়েছে সাংবাদিক, চিত্রপরিচালক বা বিভিন্ন শিল্পকর্মের সঙ্গে যুক্ত মহিলারা। এই পরিস্থিতিতেই দেশ ছেড়ে পালালেন আফগান মহিলা চিত্র পরিচালক রোয়া হায়দারি। নিজের মাতৃভূমি আফগানিস্তান ছেড়ে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করলেন রোয়া হায়দারি।

কাবুল বিমানবন্দর থেকে দেশ ছাড়ার সময়ে রোয়া একট‌ি ছবি পোস্ট করেন টুইটারে। সেখানে তিনি লেখেন, ‘আমি আমার গোটা জীবনটা ছেড়ে চলে এলাম। আরও একবার আমার মাতৃভূমি ছাড়তে বাধ্য হলাম। আরও একবার শূন্য থেকে সবটা শুরু করতে হবে আমাকে। আমি কেবল আমার ক্যামেরা এবং একটি মৃত আত্মা নিয়ে সমুদ্র পার করব। অত্যন্ত ভারী হৃদয়ে বিদায় জানাচ্ছি মাতৃভূমিকে। যতদিন না আবার দেখা হচ্ছে, বিদায়।’

৬ দিন আগেই কাবুল ছেড়ে ফ্রান্সে পাড়ি দেন রোয়া হায়দারি। শোনা গিয়েছে, আফগানিস্তান থেকে ফ্রান্সে যেতে সক্ষম হয়েছেন রোয়া হায়দারি। আরেকটি পোস্টে নিজের ক্ষোভ উগরে গিয়েছেন তিনি। সেখানে লিখেছেন, ‘আমার কাহিনী এখানেই শেষ নয়। ভিতরে তীব্র যন্ত্রণা আর রাগ জমে রয়েছে। একদিন আমি ফিরে আসবই। আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে। নিজের মধ্যে আরও জ্ঞান ও আত্মবিশ্বাস নিয়ে। সেই সমস্ত মানুষকে ধ্বংস করে দেব যারা আমার দেশের নিজে নৃশংস খেলা খেলেছে, আর দেশের মানুষকে হত্যা করেছে।’

উল্লেখ্য, ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানদের অধীনে ছিল আফগানিস্তান। সেই সময় প্রায় ঘরের বাইরে বেরনো বন্ধ ছিল মহিলাদের। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতেও মেয়েদের যাতায়াত নিষিদ্ধ ছিল। তারা বলছে, এবার তারা মহিলাদের কর্মক্ষেত্রে যাওয়ার অনুমতি দেবে। তবু প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে প্রতিদিন কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন হাজার-হাজার আফগান নাগরিক।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৮ আগস্ট, ২০২১, ৩:০৪ পিএম says : 0
    যাও যেখানে ইচ্ছা সেখানে যাও তালেবান তোমাদের বলে নাই তোমরা মাতৃভূমি ছেড়ে চলে যাও। এবংকি তালেবানরা এ ও বলে নাই তোমাদের অধিকার দিবে না শুধু তালেবান বলেছে মুসলিম হিসাবে পর্দা শীল হতে হবে,সেটা কি অন্যায় বলছেন,তোমরা কি মুসলিম মেয়ে নয় তোমাদের কি ইসলাম বলে নাই পর্দা শীল হওয়ার,তোমাদের পূর্ব পুষরা কি মুসলিম নয়,তোমরা কি এদের আদেশ মানবে না,অসুবিধা নেই যদি নিজের ইচ্ছা মত চলতে চাও নিজের ধর্ম কে অবহেলা কর যাও যেখানে ইচ্ছা সেখানে যাও সেখানে গিয়ে ধর্ষিত হও লেংটা চলা ফেরা করবে তাতে তালেবানদের কিছু আসে যাবে না,তুমি নিজেই ধ্বংস হয়ে যাবে,তালেবানরা তোমাদেরি পূর্ব পুরুষ এরা বাহিরের নয়,অথচ তোমরা তোমাদের ভুলের কারনেই তোমরা ধ্বংস হয়ে গিয়েছে ও এখন যেখানে গিয়েছে সেখানে ধর্ষিত হবে আর কি ।
    Total Reply(0) Reply
  • মো: আব্দুল খালেক ২৮ আগস্ট, ২০২১, ৩:০৯ পিএম says : 0
    এ কে পালাতে দেয়া হচ্ছে কেন ?
    Total Reply(0) Reply
  • Soyeb ২৮ আগস্ট, ২০২১, ৬:৩৮ পিএম says : 0
    মনে মনে মনকলা খাইলে তো হবেনা ৷ একজন মুসলিম নারী হিসাবে ইসলাম আপনাকে যতটুকু মর্যাদা দিয়েছে তালেবান ও আপনাকে ততটুকুই (যারজা) পরিমানও কম দিবেনা ৷
    Total Reply(0) Reply
  • Habib ২৮ আগস্ট, ২০২১, ৯:৪২ পিএম says : 0
    আপনাদের মত বদ পালালেই বাঁচি!
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোয়া হায়দারি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ