Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্বিতীয় স্ত্রীকেও ডিভোর্স লেটার পাঠিয়েছেন সঙ্গীতশিল্পী আরেফিন রুমি

প্রকাশের সময় : ১১ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : দ্বিতীয় স্ত্রী কামরুননেসাকেও তালাক দিলেন সঙ্গীতশিল্পী আরেফিন রুমি। গত ৩১ জানুয়ারি কামরুননেসাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন বলে তার ঘটিষ্ট সূত্রে জানা যায়। সূত্র জানায়, গত মঙ্গলবার রুমির আইনজীবী আবদুর রহিম কামরুননেসার বাবাকে ফোন করে ডিভোর্স লেটার পাঠানোর বিষয়টি সরাসরি অবগত করেন। মূলত মানসিক নির্যাতন, আগের স্বামীর সঙ্গে মেলামেশা, বেপরোয়া চলাফেরা ও কাউকে তোয়াক্কা না করাসহ আরো বেশ কয়েকটি কারণে কামরুননেসাকে ডিভোর্স দিয়েছেন বলে জানা রুমির ঘনিষ্টসূত্র জানায়। আবার নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে মোহাম্মদপুর থানায় জিডিও করেছেন আরেফিন রুমি। জিডিতে কামরুননেসাকে তালাকের বিষয়টিও অবহিত করা হয়। জানা যায়, কামরুননেসা পুত্র আয়ানসহ গত সাত মাস ধরে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। উল্লেখ্য, কামরুননেসাকে বিয়ে করার কয়েক মাসের মাথায় প্রথম স্ত্রী অনন্যার করা নারী নির্যাতন মামলায় কারাগারে যেতে হয়েছিল রুমিকে। এরপর বিভিন্ন শর্ত মেনে বছর দেড়েক আগে অনন্যার সঙ্গে আনুষ্ঠানিক ডিভোর্স হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শো করতে গিয়ে ২০১২ সালে কামরুননেসার সঙ্গে পরিচয় হয় রুমির। তারপর প্রেম ও বিয়ে হয় তাদের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দ্বিতীয় স্ত্রীকেও ডিভোর্স লেটার পাঠিয়েছেন সঙ্গীতশিল্পী আরেফিন রুমি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ