Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিণাঞ্চলে করোনায় আরো ৩জনের মৃত্যু নমুনা পরিক্ষা তলনীতে

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১০:১১ এএম

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে আরো ৩জনের মৃত্যুর ফলে মোট সংখ্যাটা ৬৪৮-এ উন্নীত হল। শুক্রবার ছুটির দিনে নমুনা পরিক্ষার সংখ্যা মাত্র ২৭৬ জনে হ্রাস পাওয়ায় শনাক্তের সংখ্যাও শণিবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ছিল মাত্র ৭৫। অথচ আগের দিন ৮৮২ জনের নমুনা পরিক্ষায় ১৪২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়। গত ২৪ ঘন্টায় ঝালকাঠীতে কোন নমুনাই পরিক্ষা হয়নি। গত কয়েক সপ্তহ ধরেই ছুটির দিনে ঝালবাঠীতে কোন নমুনা পরিক্ষা হচ্ছে না। অথছ দক্ষিণাঞ্চলে সবচেয়ে ছোট এ জেলাটিতে এখনো শনাক্তের হার সর্র্বোচ্চ, ২৬.৬০%। বরগুনাতে পরিক্ষার সংখ্যা ছিল মাত্র দুই, পিরোজপুরে ১১ এবং বরিশালে মাত্র ১৭ জন। তবে পটুয়াখালীতে ৮৫ আর ভোলাতে ১৩৯ জনের নমুনা পরিক্ষা হয় গত ২৪ ঘন্টায়।
এরফলে শণিবার সকাল পর্যন্ত আগষ্টের ২৮ দিনে দক্ষিণাঞ্চলে ৯ হাজার ১৪৪ জনের দেহে করোনা শনাক্ত হল। এসময়ে মৃত্যু হয়েছে ১৬১ জনের। ফলে দক্ষিণাঞ্চলে শণিবার সকাল পর্যন্ত ১ লাখ ৯৭ হাজার ৮৪৫ জনের নমুনা পরিক্ষায় শনাক্তের সংখ্যা দাড়িয়েছে ৪৩ হাজার ৪৫৩ জনে। এখনো গড় শনাক্তের হার ২২.৩০%। আর গড় মৃত্যুহার ১.৪৯%।
গত ২৪ ঘন্টায় মৃত ৩জনের দুজনই নারী। এসময়ে বরিশালের মেহেদিগঞ্জ,বরগুণার পাথরঘাটা ও ভোলা সদরের বাপ্তায় ১জন করে মারা গেছেন।
গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে ভোলায় ৩২, বরিশালে ২৪, পটুয়াখালীতে ১৬, পিরোজপুরে দুই এবং ঝালকাঠীতে ১জন রয়েছেন। তবে এসময়ে বরগুনাতে একজনের মৃত্যু হলেও নতুন কেউ আক্রান্ত হয়নি বলে স্বাস্থ্য বিভাগ জনিয়েছে। আর গত ২৪ ঘন্টায় নতুন ৫৫৯ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৮৯১ জন। সুস্থতার গড়হার ৮৪.৯০%।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ