বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো দুই জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৮৭ জনের। শনাক্তের হার ১১ শতাংশ। শনিবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১৭০০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্তের মধ্যে মহানগরীর বাসিন্দা ১১৪ জন এবং বাকি ৭৩ জন বিভিন্ন উপজেলার। আগের দিন শুক্রবার আক্রান্তের সংখ্যা ছিল ২৬৯ জন। চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৭২৪ জন। মারা গেছেন ১২১১ জন। চট্টগ্রামে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে গত বছরের ৩ এপ্রিল। করোনায় প্রথম মৃত্যু হয়েছে একই বছরের ৯ এপ্রিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।