মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অমিতাভ বচ্চনের দেহরক্ষীর বার্ষিক আয় প্রায় পৌনে দুই কোটি টাকা! এমন খবর জানাজানি হতেই বিগ-বি’র নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডকে বদলি করা হয়েছে। তাকে দক্ষিণ মুম্বাইয়ের একটি থানায় বদলি করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে।
২০১৫ সালে মুম্বাই পুলিশের কনস্টেবল শিন্ডেকে অমিতাভ বচ্চনের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল। সম্প্রতি জানা যায়, শিন্ডের বার্ষিক আয় এক কোটি ৭৪ লাখ কোটি টাকা। অমিতাভ বচ্চন নাকি অন্য কোনও সূত্র? কে দিল শিন্ডেকে এত টাকা? এসব প্রশ্নে এখন তোলপাড় মুম্বাই।
অবশ্য অভিযুক্ত কনস্টেবল শিন্ডের দাবি, তিনি একটি নিরাপত্তা প্রদানকারী সংস্থা চালান। এই সংস্থা একাধিক সেলেব্রিটি ও প্রভাবশালীকে নিরাপত্তা প্রদান করে। শিন্ডে পুলিশকে জানিয়েছেন, তার স্ত্রী বকলমে নিরাপত্তা সংস্থা দেখাশোনা করেন। অমিতাভের কাছ থেকে তিনি এক কোটি ৭৪ লাখ টাকা পাননি বলেও তদন্তকারীদের জানিয়েছেন শিন্ডে।
মুম্বাই পুলিশের নিয়ম অনুযায়ী, কোনও কর্মী একটি স্থানে ৫ বছরের বেশি কাজ করতে পারেন না। কিন্তু শিন্ডে বচ্চনের নিরাপত্তার দায়িত্ব দেখছেন ২০১৫ সাল থেকে। অমিতাভ এক্স ক্যাটেগরি নিরাপত্তা পান। তাকে সর্বক্ষণ ঘিরে রাখেন দুই কনস্টেবল। তাদেরই একজন শিন্ডে। সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড, আউটলুক ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।