ক্রিস্টিয়ানো রোনালদোর দলবদল নিয়ে নাটক নতুন মোড় নিয়েছে। এতদিন গুঞ্জন ছিল জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে যাচ্ছেন রোনালদো। কিন্তু এবার নতুন নাটকীয়তায় সামনে এসেছে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নাম। রোনালদোর ইতালি ছেড়ে যাওয়ার দিন নিজেদের ইচ্ছের কথা জানিয়েছে তার পুরনো ক্লাব ম্যান ইউনাইটেড।
আজ (শুক্রবার) সতীর্থদের বিদায় দিয়ে তুরিন ছেড়ে গিয়েছেন রোনালদো। কিন্তু কোথায় যাচ্ছেন এই পর্তুগিজ তারকা? এমন প্রশ্নে চারপাশে একটি ক্লাবের নামই উচ্চারিত হচ্ছিল, সেটি হলো ম্যানচেস্টার সিটি। তবে সেই গল্প আবারও নতুন মাত্রা পেয়েছে।
ম্যানইউ কোচ ওলে গানার সুলসারের কণ্ঠে নতুন সুর। রোনালদোকে পাওয়ার দৌড়ে নেমেছেন তারাও। ক্লাবটির কোচ জানান, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমাদের সবসময়ই ভালো যোগাযোগ আছে। রোনালদো যখনই জুভেন্টাস ছাড়তে চাইবে, তার জন্য আমরা আছি।
এর আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে পাওয়ার ব্যাপারে ম্যানসিটি কোচ গার্দিওলা বলেন, ‘দলবদলের বাজারে অনেক কিছুই হতে পারে। রোনালদো বর্তমান সময়ের অন্যতম সেরা একজন খেলোয়াড়। তার দলবদলের ব্যাপারে চুক্তির বাইরে অনেক বিষয় আছে।’
এদিকে জুভেন্টাস ছেড়ে ম্যানসিটিতে যেতে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডিসও ইতোমধ্যে ম্যানসিটির সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছেন। তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গেও যোগাযোগ করেছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ২০২৩ সাল পর্যন্ত ম্যান ইউনাইটেডের সঙ্গে চুক্তি হতে পারে রোনালদোর। আর এ খবরই দলবদলের বাজারে নতুন রঙ ছড়িয়েছে। জন্ম দিয়েছে বাড়তি আলোচনার।
ম্যানসিটি এবং জুভেন্টাসের মধ্যে এখনও কোনো চুক্তি হয়নি। ব্যক্তিগত চুক্তিতেও পুরোপুরি সম্মত হয়নি দুই পক্ষ। তুরিনের বুড়িরা ৩৬ বছর বয়সী সুপারস্টারের ট্রান্সফার ফি ২৫ মিলিয়ন ইউরো চেয়েছে বলে জানা যায়।
এদিকে এরইমধ্যে জুভেন্টাসে সতীর্থদের থেকে বিদায় নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনুশীলনের মাঝপথ থেকে বেরিয়ে যান তিনি। ব্যক্তিগত প্লেনে তুরিন ছেড়ে চলে যান রোনালদো। তুরিনের ক্লাবটির কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, জুভেন্টাসে থাকার কোনো ইচ্ছা নেই রোনালদোর। তাই অনুশীলন করেননি তিনি।
শনিবার (২৮ আগস্ট) ইম্পোলির বিপক্ষে ম্যাচেও খেলবেন না রোনালদো।
এর আগে ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমান রোনালদো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ক্লাবটিতে যাওয়ার পর খুব বেশি সাফল্য পায়নি ক্লাবটি।