Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রেকর্ড উচ্চতায় জি২০ভুক্ত দেশগুলোর পণ্য বাণিজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

কোভিড-১৯ মহামারীর বিধ্বস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে বিশ্ব অর্থনীতি। চলতি বছরের শুরু থেকে রেকর্ড সৃষ্টি হয় বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। এক্ষেত্রে কভিড প্রতিরোধী টিকাদান কার্যক্রম স¤প্রসারণের মাধ্যমে এগিয়ে যাচ্ছে শিল্পোন্নত দেশগুলো। বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শিল্পোন্নত দেশগুলোর জোট জি২০ অর্থনীতিগুলোর মধ্যে পণ্য বাণিজ্য রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যদিও সরবরাহ চেইন ব্যাহত হওয়ায় পণ্যের দাম বেড়ে প্রবৃদ্ধির হার কমেছে। স¤প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা (ওইসিডি) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ জুন শেষ হওয়া প্রান্তিকে জি২০-ভুক্ত দেশগুলোর রফতানি আয় ৪ লাখ ২০ হাজার কোটি ডলারে পৌঁছেছে। বর্তমান ডলারের মূল্যমানের ভিত্তিতে এ রফতানি আয় আগের প্রান্তিকের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেশি। আবার এপ্রিল-জুন সময়ে দেশগুলোর আমদানি বেড়ে ৪ লাখ ৩০ হাজার কোটি ডলারে পৌঁছেছে, যা আগের প্রান্তিকের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেশি। যদিও রফতানি ও আমদানিতে এ প্রবৃদ্ধির হার প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রেকর্ড সৃষ্টির তুলনায় কম। এ সময়ে দেশগুলোর রফতানি ও আমদানিতে প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৮ দশমিক ৬ শতাংশ ও ৮ দশমিক ৫ শতাংশ। ওইসিডি বলছে, প্রথম প্রান্তিকের মতো দ্বিতীয় প্রান্তিকেও বাণিজ্য বৃদ্ধির একটি বড় কারণ হলো ক্রমবর্ধমানভাবে পণ্যের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক পণ্য পরিবহনের জট ও চিপ ঘাটতিজনিত সরবরাহ চেইনে ব্যাঘাত বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধিতে অবদান রেখেছে। সব মিলিয়ে ১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নসহ জি২০-ভুক্ত বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলো দ্রæত পুনরুদ্ধারের ইঙ্গিত দেখা গেছে। যদিও কভিডের অতি সংক্রামক ধরন ডেল্টার বিস্তার ভোক্তাদের ব্যয় কমানোর দিকে পরিচালিত করছে। এ মাসের শুরুতে ওইসিডি বলেছিল, যুক্তরাষ্ট্র ও জাপানে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি হারাচ্ছে—এমন লক্ষণ রয়েছে। আবার ইউরোপ ও চীনেও এ গতি ধীর হয়ে গেছে। কভিডের সংক্রমণ পুনরুত্থানের কারণে ভোক্তারা বাইরে খেতে, আকর্ষণীয় স্থানগুলো ভ্রমণে ও দোকানে যেতে অনিচ্ছা প্রকাশ করছেন। প্যারিসভিত্তিক সংস্থাটি ৩৮টি সদস্য দেশের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বেশির ভাগ প্রধান অর্থনীতি ২০২০ সালের প্রবৃদ্ধির সর্বোচ্চ স্তর অতিক্রম করেছে। অর্থনীতিগুলো এখনো স¤প্রসারিত হচ্ছে, তবে ধীরগতিতে। এ দেশগুলোর অর্থনীতি প্রাথমিক পণ্য রফতানির ওপর বেশি নির্ভরশীল। দ্বিতীয় প্রান্তিকে দেশগুলো শক্তিশালী রফতানির অভিজ্ঞতা পেয়েছে। দাম বৃদ্ধির কারণে মূলত এমনটা ঘটেছে। এক্ষেত্রে তামার মতো পণ্যের সীমিত বৈশ্বিক সরবরাহ এবং বিশেষ করে চীন, জাপান ও কোরিয়া থেকে জোরালো চাহিদা ভ‚মিকা রেখেছে। যেমন খাদ্যশস্য, ধাতু ও কয়লার ক্রমবর্ধমান চাহিদার কারণে দ্বিতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়ার রফতানি ১০ শতাংশ বেড়েছে। একই কারণে আকরিক লোহা ও সয়াবিনের তুমুল চাহিদা ব্রাজিলের রফতানি ২৯ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে তুলেছে। আর জ্বালানির দাম বাড়ার কারণে রাশিয়ার রফতানি ৩০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির রেকর্ড হয়েছে। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ