গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বর্তমান সরকার ও নির্বাচন কমিশন সকল নির্বাচনই নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বর্তমান সরকার ও তাদের অনুগত নির্বাচন কমিশনের পক্ষে আর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয়। তাই জনগণের ভোটাধিকার প্রয়োগ এবং লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র, আইনের শাসন, জনপ্রতিনিধিত্বশীল সরকার ও সংসদ গঠন করতে নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের বিকল্প নেই।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) দপুরে নির্বাচন কমিশন ভবনে কমিশন সচিব হুমায়ুন কবির খোন্দকারের হাতে ২০২০ সালে বিএনপির আয়-ব্যয়ের প্রতিবেদন হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।
২০২০ সালে বিএনপি’র মোট আয় ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা (পদধারী ও সদস্যদের মাসিক চাঁদা, বিভিন্ন নির্বাচনে মনোনয়ন ফরম, বিভিন্ন ব্যক্তিদের অনুদান ও ব্যাংক সুদ হতে প্রাপ্ত) এবং ব্যয় ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩ টাকা (কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-বোনাস, বিভিন্ন বিল, অফিসিয়াল খরচ, ক্রোড়পত্র, পোস্টার ছাপানো, ত্রাণ, সাহায্য ইত্যাদি বাবদ খরচ)। বছর শেষে দলটির ঘাটতি ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা (ব্যাংকে গচ্ছিত তহবিল থেকে ঘাটতি মেটানো হয়)।
প্রতিবেদন জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ এমরান সাহে প্রিন্স বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব, কিন্তু গত ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনসহ অন্যান্য উপ-নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়েছে যে, বর্তমান সরকার এবং তাদের অনুগত নির্বাচন কমিশন এ সকল নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়েছে।
অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। এই প্রেক্ষাপটে বিএনপি বিভিন্ন নির্বাচন বর্জন করছে। জনগণেরও এ সকল নির্বাচনের বিষয়ে কোন আগ্রহ নেই, তারাও বর্জন করছে।
প্রিন্স বলেন, এই সরকার ও নির্বাচন কমিশনের অধিনে নির্বাচন দেশে-বিদেশে কোথাও বিশ্বাযোগ্যতা ও গ্রহণযোগ্যতা পায়নি। জনগণ নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে। তাই এই নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের আগে তাড়াহুড়ো করে স্থানীয় সরকার নির্বাচন করার যে উদ্যোগ নিতে যাচ্ছে তা দুরভিসন্ধিমূলক ও এতে জনগণের কোন আগ্রহ নেই।
বিএনপির এই নেতা বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে জনগণের জীবন রক্ষাই যখন একমাত্র লক্ষ্য হওয়া উচিৎ, সেখানে করোনার মধ্যে নির্বাচনের নামে জনগণকে সংক্রমণ ও মৃত্যুর ঝুঁকিতে ফেলে দেয়া কোন দায়িত্বশীলতার কাজ নয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।