বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরসহ পর্যটন স্পষ্টগুলোতে পর্যটক, পর্যটকবাহী নৌযান চলাচল সংক্রান্ত ১০টি নির্দেশনা করা হয়েছে প্রদান। নির্দেশনা প্রদানের জন্য ট্রলারঘাটে নৌযান চালক ও মালিক সমিতির সাথে মতবিনিময় সভা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। পরে পর্যটকবাহী নৌযান চলাচল সংক্রান্ত নিদর্শনা উল্লেখ্য করে সবার হাতে তুলে দেন একটি লিফলেট। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর বাজার বনিক সমিতির সভাপতি আবিকুল ইসলাম, সাধারণ সম্পাদক এরশাদ আলীসহ নৌযান চালক, মালিক, পুলিশ ও আনসার সদস্যরা। ইউএনওর নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধ, নৌ-দুর্ঘটনা রোধ, লাইফ জ্যাকেট সাথে রাখতে হবে, হাওর কিংবা নদীতে যাত্রা শুরুর অন্তত ছয় ঘণ্টা আগে নির্ধারিত ফরমে তাহিরপুর থানা ও উপজেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নৌযানের নাম, পর্যটকের সংখ্যা, যাত্রা ও ফেরার সময় উল্লেখ্যসহ লিখিতভাবে অবহিত করতে হবে। অতিরিক্ত পর্যটক পরিবহন করা, আবহাওয়া খারাপ থাকলে হাওরে চলাচল করা, যেখানে সেখানে ময়লা ফেলা, উচ্চ শব্দের সাউন্ড বক্সের ব্যবহার করা যাবে না। হাওর, নদী ও পরিবেশে রক্ষা এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে তাহিরপুর উপজেলায় পর্যটকবাহী নৌযান চলাচল সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি শুরুর পর গত বছরের ১৯ মার্চ থেকে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। সম্প্রতি আবার সরকারি নির্দেশনায় পর্যটনস্থানগুলো খুলে দেওয়া হয়েছে। সুনামগঞ্জে টাংগুয়ার হাওরে প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসছেন। বছরের এ সময়টায় হাওরে পর্যটকদের ভিড় লেগে থাকে। পর্যটকের সমাগমে দিনরাত মুখর থাকে টাংগুয়ার হাওর,শহীদ সিরাজ লেক, টেকেরঘাট, বারেকটিলা, জাদুকাটা নদী ও শিমুলবাগান। অনেকেই হাওরে নৌকায় রাত যাপন আর আয়োজন করেন গানবাজনার। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, পরিবেশ রক্ষায় সকল নির্দেশনা মেনে চলতে হবে। তাই সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা হলো। এর ব্যতয় ঘটলে গ্রহণ করা হবে প্রয়োজন ব্যবস্থা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।