Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন মাহি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০২ এএম | আপডেট : ৮:৩৪ পিএম, ২৬ আগস্ট, ২০২১

দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সেই দূরত্ব ঘুচিয়ে অভিনয়ে ফিরছেন তিনি। তবে কোনো সিনেমার মাধ্যমে নয়। একটি ওয়েব সিরিজের মাধ্যমে ফিরছেন। চিত্রপরিচালক শাহীন সুমনের পরিচালনাধীন ১৫০ পর্বের মাফিয়া নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মাহি। এতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, ইমন, জাহিদ হাসান, আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রাহা তানহা খান, মৌ খান, অর্ষা, আঁচল আঁখি প্রমুখ। আন্ডারওয়ার্ল্ড ও ভালোবাসার গল্প নিয়ে সিরিজটি নির্মিত হচ্ছে। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন সেলিম খান। এটি মুক্তি দেয়া হবে শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল ও অ্যাপে। মাহি মাফিয়ার গল্পটিও চমৎকার। আশা করি, এই ওয়েব সিরিজের কাজও ভালো হবে। এদিকে মাহির হাতে রয়েছে চারটি সিনেমা। এগুলোর মধ্যে রয়েছে শাহীন সুমনের গ্যাংস্টার, শামীম আহমেদ রনির লাইভ এবং নরসুন্দর, জাকির হোসেন রাজুর আর্তনাদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ