Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

‘দি এক্সরসিস্ট’ রিবুট ট্রিলজিতে ফিরবেন এলেন বার্নস্টিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম | আপডেট : ৮:৩৩ পিএম, ২৬ আগস্ট, ২০২১

আবার আসছে হরর ক্লাসিক ‘দি এক্সরসিস্ট’। আগের মতই তিনটি ফিল্ম নির্মিত হবে এই প্রয়াসে। এলেন বার্নস্টিন ওডোম লেসলি জুনিয়রের সঙ্গে এই ট্রিলজিতে অভিনয় করবেন। এলেন ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত উইলিয়াম ফ্রিডকিন পরিচালিত মূল চলচ্চিত্রে অশুভ আত্মা ভর করা কিশোরী রেগান ম্যাকনিলের মা ক্রিস ম্যাকনিলের ভূমিকায় অভিনয় করেছিলেন। তিন পর্বের প্রথমটি পরিচালনা করবেন স্প্ল্যাশার হরর ‘হ্যালোইন’ (২০১৮ পরিচালক পিটার স্যাটলার। ইউনিভার্সাল এবং তার স্ট্রিমিং সার্ভিস পিকক ‘দি এক্সরসিস্ট’ ফ্র্যাঞ্চাইজ স্ট্রিমিংয়ের জন্য নতুন আইপি স্বত্ব সৃষ্টি করেছে। ব্লুমহাউস এবং মরগ্যান ক্রিকের ব্যানারে ফিল্মগুলো নির্মিত হবে। ‘দি এক্সরসিস্ট’ প্রথম পর্ব ২০২৩ সালের ১৩ অক্টোবর থিয়েটারে মুক্তি পাবে। ইউনিভার্সাল থিয়েটার আর ডিজিটাল মাধ্যমে ফিল্মটির প্রচার তদারক করবে। ব্লুমহাউস ও ইউনিভার্সাল এর আগে ‘গেট আউট’ এবং ‘দি ইনভিজিবল ম্যান’ ফিল্মগুলো নিয়ে কাজ করেছে। ফ্রিডকিনের মূল ফিল্মটি শুধু যুক্তরাষ্ট্রে ৪৪১ মিলিয়ন ডলার আয় করে ৪৮ বছর হরর ধারার ফিল্মের ক্ষেত্রে সর্বোচ্চ অর্থ আয়কারী ফিল্মের অবস্থান বজায় রাখে। পিটার ব্ল্যাটির ১৯৭১ সালে উপন্যাস অবলম্বনে ১২ বছর বয়সী এক শিশু রেগানকে (লিন্ডা ব্লেয়ার) নিয়ে এই কাহিনী, যার ওপর পাযুযু নামে এক অশুভ সত্তা ভর করে। ফিল্মটিতে আরও অভিনয় করেছিলেন ম্যাক্স ভন সিডো, লি জে কব, কিটি উইন, জেসন মিলার এবং জ্যাক ম্যাকগোরান (তার শেষ ফিল্ম)। ফিল্মটি ১০টি অস্কার মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্র, পরিচালক, সেরা শব্দ প্রহণ এবং সেরা সংগৃহীত চিত্রনাট্য (ব্ল্যাটি) জয় করে। এটির একাধিক সিকুয়েল এবং টিভি সিরিজ নির্মিত হয় পরে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বার্নস্টিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ