Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে পাহাড়ী ঢলের স্রোতে সর্তা খালের ভাঙ্গনে তলিয়ে গেছে রাস্তাঘাট

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৭:২৫ পিএম

রাউজানে একদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতে পশ্চিম ডাবুয়া এলাকায় গণির ঘাট ব্রীজের পাশে সর্তা খালের ভাঙ্গনে গণি চৌধুরী সড়ক, ফসলী জমি ও এলাকার মানুষের বসতবাড়ীতে পানি ডুকে যায়। মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত কয়েক ঘন্টার টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলের স্রোতে সর্তা খালের উপর নির্মিত গণির ঘাট ব্রীজের পাশে সর্তা খালের ভাঙ্গন সৃষ্টি হয়। এছাড়াও প্রবল বর্ষণে রাউজানের হলদিয়া ইউনিয়নের গর্জনিয়া ও হলদিয়া মৌজায় সর্তা খালের পানি ভিলেজ রোড দিয়ে গড়িয়ে পড়ে। এতে ডুবে যায় রাজনীতিক আলহাজ্ব মাহবুবুল আলমের মাছের বিশাল প্রজেক্ট।

রাউজান পৌরসভার ৪নং ওয়ার্ডের ক্ষেত্রপাল মন্দিরের পাশে ও জানালী হাট ব্রীজের পাশে ডাবুয়া খালের ভাঙ্গন সৃষ্টি হয়ে ক্ষেত্রপাল মন্দির এলাকা ও সন্দ্বীপ পাড়া, জানালী হাট এলাকা পানিতে ডুবে যায়। ডাবুয়া খালের ভাঙ্গন দিয়ে পাহাড়ী ঢলের স্রোতের পানি চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের জানালী হাট এলাকায় প্রবাহিত হলে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের জানালী হাট এলাকায় যানবাহন চলাচল বিঘ্নিত হয়। প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলের স্রোতের পানিতে চিকদাইর ইউনিয়ন পরিষদের সামনে নির্মিত ভেড়ি বাঁধও ধসে পড়েছে। এদিকে টানা একদিনের বৃষ্টিতে গণির ঘাট ব্রীজের পাশে ভেড়ি বাঁধের ভাঙ্গন দিয়ে প্রবাহিত হলে পশ্চিম ডাবুয়া গণি চৌধুরী সড়ক, হলদিয়া ভিলেজ রোড, দুর্গাচরন সড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের জানালী হাট, ফসলী জমিসহ মানুষের ঘরবাড়ীতে পানি ডুকে যায়।

রাউজান হলদিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেন, সর্তা খালের যে সব এলাকায় ভাঙ্গন সৃষ্টি হয়ে চার বৎসর আগে ২০১৭ সালে সড়ক, ইউনিয়ন পরিষদ ভবন, এলাকার মানুষের ঘরবাড়ী ক্ষতিগ্রস্থ হয়। ভাঙ্গন কবলিত এলাকায় সর্তা খালের ভাঙ্গন রোধে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর একান্ত প্রচেষ্টায় বাঁধ নির্মাণ করায় পাহাড়ী ঢলের স্রোতের পানি এবার প্রবেশ করতে পারেনি।

তবে গর্জনিয়া এলাকায় সর্তা খালের ভেড়ি বাঁধ বিহীন অংশ দিয়ে স্রোতের পানি এসে গর্জনিয়া এলাকায় হলদিয়া ভিলেজ রোডের উপর দিয়ে গড়িয়ে পড়ে। রাউজান উপজেলা বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ বলেন ইউএনও স্যার সহ আমরা সর্তা খালের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। সর্তা খালের ভাঙ্গন দিয়ে পাহাড়ী ঢলের স্রোতের পানি প্রবেশ করে গণির ঘাট সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ