Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দক্ষিনাঞ্চলে করোনায় মৃত্যুর সংখ্যা একজনে হ্রাস পেল আক্রান্ত ১৫২

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৫:৩০ পিএম

দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৪৮ ঘন্টা পরে আবার একজনে নেমে এসেছে। আক্রান্তের সংখ্যাও আগের দিনের ১৫৮ থেকে ১৫২’তে হ্রাস পেয়েছে। আগের দিন মৃত্যুর সংখ্যা ছিল পাঁচ। সোমবারে সংখ্যাটা ছিল ১ জন। গত ২৪ ঘন্টায় একমাত্র মৃত্যুর ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়। এসময়ে উপজেলার ৭৬ বছর বয়সী এক ব্যক্তি শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। পাশাপাশি আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা বরিশাল জেলা প্রায় ৬মাস পরে দ্বিতীয় অবস্থানে নেমেছ। প্রথম স্থানে উঠে এসেছে দ্বীপজেলা ভোলা। এ নিয়ে দক্ষিনাঞ্চলে করোনা সংক্রমনে মৃত্যুর সংখ্যা ৬৩৭ জনে উন্নীত হবার সাথে আক্রান্তের সংখ্যাও ৪৩ হাজার ১০৩ জনে উন্নীত হল। এরমধ্যে চলতি মাসের ২৫ দিনেই মৃত্যুর সংখ্যা দেড়শ, আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯৬জন। যারমধ্যে বরিশাল মহানগরীতেই ১ হাজার ১৪৯ জন আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের।

অপরদিকে গত ২৪ ঘন্টায় বরিশাল জেলায় আক্রান্ত ৪৭ জনের মধ্যে মহানগরীতেই ১২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় এ পর্যন্ত ১৭ হাজার ৬৪০ জন আক্রান্তের মধ্যে মহানগরীতেই সংখ্যাটা ১০ হাজার ৯৯ জন। আর জেলায় মোট মৃত ২১৪ জনের মধ্যে মহানগরীতে মারা গেছেন ১শ জন।
গত ২৪ ঘন্টায় সর্বাধীক শনাক্তের তালিকায় উঠে আসা ভোলাতে গত ২৪ ঘন্টা ২৬২ জনের নমুনা পরিক্ষায় ৫৮ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে এপর্যন্ত ৬ হাজার ২৬৪ জন আক্রান্তের মধ্যে মারা গেছেন ৭৯ জন।

পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় ২২৯ জনের নমুনা পরিক্ষায় ২২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিনাঞ্চলের দ্বিতীয় সর্বাধীক মৃত্যুর তালিকায় থাকা এ জেলাটিতে ইতোমধ্যে ৫ হাজার ৯২২ জন করোনা আক্রান্তের মধ্যে ১০৪ জনের মৃত্যু হয়েছে। জেলাটিতে এখনো গড় মৃত্যুহার ১.৭৬%।
বরগুনাতে গত ২৪ ঘন্টায় ৭৭ জনের নমুনা পরিক্ষায় ১২ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলের সর্বাধীক মৃত্যুহারের এ জেলাটিতে ইতোমধ্যে ৩ হাজার ৬৭০ জন আক্রান্তের মধ্যে ৯০ জনের মৃত্যু হয়েছে। গড় মৃত্যুর হার ২.৪৫%। তবে বরগুনাতে শনাক্তের হার এখনো সর্বনি¤েœ ১৬.২৯%।

দক্ষিণাঞ্চলের সর্বাধীক সংক্রমনের ঝালকাঠীতে গত ২৪ ঘন্টায় মাত্র ৫৩ জনের নমুনা পরিক্ষায় ৭ জনের দেহে করেনা পজিটিভ শনাক্ত হয়েছে। জেলাটিতে ইতোমধ্যে ৪ হাজার ৪৯৬ জন আক্রান্তের মধ্যে ৬৯ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলের সবচেয়ে ছোট এ জেলায় শনাক্তের হার এখনো সর্বাধীক, ২৬.৬৯%।

এ অঞ্চলের দ্বিতীয় সর্বাধীক সংক্রমিত পিরোজপুর জেলাতেও গত ২৪ ঘন্টায় নমুনা পরিক্ষা হয়েছে মাত্র ৪৫ জনের। শনাক্তের সংখ্যা ৬। জেলাটিতে এপর্যন্ত ৫ হাজার ১১১ জন আক্রান্তের মধ্যে ৮১ জনের মৃত্যু হয়েছে। গড় শনাক্তের হার ২৫.৫৪%।
আর স্বাস্থ্য বিভাগেরর অনুমিত হিসেবে দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘন্টায় ৮৮৭ জন সহ সর্বমোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩৪ হাজার ৬১৪। ফলে গড় সুস্থতার হার ৮০.৩১%-এ উন্নীত হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ