বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনায় ভাইরাসের মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে পুনরায় সিলেটে। গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু ও জন করোনা শনাক্ত হয়েছে ২৩০ জনের । এর আগেরদিন ৯ জনের মৃত্যু ও ২০৪ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ বুধবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্হ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্হ্য) এর কার্যালয় থেকে প্রেরিত দৈনিক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ২৩০ জনকে নিয়ে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ৫১ হাজার ৮৫৫ জনে দাঁড়িয়েছে সিলেট বিভাগে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১০ জন রোগী। এরমধ্যে ৯ জনই সিলেটের অধিবাসী, কেবল একজন সুনামগঞ্জের। এনিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ১ হাজার ১৫ জন। এর মধ্যে সিলেট ৭৩৮ জন, সুনামগঞ্জে ৭০ জন, হবিগঞ্জে ৪৬ জন, ৭০ জন মৌলভীবাজারের ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন। একইদিনে সিলেট বিভাগে নতুন করে আরও ৪৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯১ জন সিলেট বিভাগে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, আজ (২৫ আগস্ট) পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত ও উপসর্গের রোগী ৬০৯ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।