Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বগুড়ায় ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে মৃত ৫, সংক্রমণ কমেছে

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২১, ৪:৩৬ পিএম

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৪ জন এবং বাকি একজনের মৃত্যু হয় উপসর্গে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৩৪৮ নমুনায় শনাক্ত হয়েছেন ৫০ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৯৬শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণের হার ৫ শতাংশ কমেছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৮জন। বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক ১১টায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডাঃ সাজ্জাদ জানান, করোনায় মারা যাওয়া ৪ জনের মধ্যে বগুড়ার ৩নজন। তারা হলেন- সদরের শিউলী বেগম (৬০), দুপচাঁচিয়ার মোমতাজুর রহমান (৭৭) এবং শিবগঞ্জের জাহিদুল ইসলাম (৬৫)। এছাড়া বাকি একজন অন্য জেলার। এ নিয়ে জেলায় ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫২।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ